ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফিরে দেখা-২০১৪

বছর শেষে টেস্ট জয়ের শ্লাঘা

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বছর শেষে টেস্ট জয়ের শ্লাঘা

ঢাকা: টেস্ট ক্রিকেটের পারর্ফম্যান্স নিয়ে বাংলাদেশকে সব সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু ২০১৪ সালে ওয়ানডে ক্রিকেটের তুলনায় টেস্ট ক্রিকেটে ভালো করেছে মুশফিকরা।



২০১৪ সালে বাংলাদেশ ১৮টি ওয়ানডে খেলে হেরেছে ১২টিতে, পরিত্যক্ত হয়েছে ১টি এবং জয় পেয়েছে ৫টিতে।

অন্যদিকে এ বছর খেলা ৭ টেস্টে জয় পেয়েছে ৩টিতে, পরাজয়ও ৩টিতে। বাকি একটি টেস্ট ড্র করে বাংলাদেশ।

এ কারণে আনুপাতিক হিস‍াবে ২০১৪ সালে টেস্টেই মুশফিকদের সাফল্যের পাল্লাটা ভারী।

টেস্ট ক্রিকেটে বছরের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে জানুয়ারির ২৭ তারিখ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টটি ইনিংস এবং ২৩২ রানের বিশাল ব্যবধানে হারে স্বাগতিকরা।

তবে চট্টগ্রামে ফেব্রুয়ারির চার তারিখ শুরু হওয়া টেস্টটি ড্র করে হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছিল বাংলাদেশ।

এরপর অবশ্য সেপটেম্বরে ক্যারিবীয় সফরটা ভুলে যেতে চাইবে মুশফিক বাহিনী। কিংসটাউনে সেপটেম্বরের ৫ তারিখ শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। সিরিজের দ্বিতীয় টেস্টটি হেরেছিল ২৯৬ রানের বিশাল ব্যবধানে।

তবে ক্যারিবীয় সফরের ব্যর্থতার জ্বালা মেটালো দেশের মাটিতে জিম্বাবুয়কে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে।

মিরপুরে ২৫ অক্টোবর শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টটি বাংলাদেশ জেতে তিন উইকেটে। ৩ নভেম্বর খুলনায় দ্বিতীয় টেস্টে জয় পায় ১৬২ রানে এবং চট্টগ্রামে ১২ নভেম্বর শুরু হওয়া টেস্টটি ১৮৬ রানের বড় ব্যবধানে জেতে মুশফিকের দল।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।