ঢাকা: মরোক্কোর স্তেদে দি মারকেচ স্টেডিয়ামে ক্লাব প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মিলান। আর খেলার দ্বিতীয়ার্ধে ইয়হান কাবায়ের একমাত্র গোলে ইতালিয়ান জায়ান্টদের ১-০ গোলে হারায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
প্রীতি ম্যাচ তাই দু’দলই তাদের ফুটবলারদের বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামায়। তবে মজার বিষয় হচ্ছে পিএসজি ছয়জন ফুটবলারকে বদলি হিসেবে মাঠে নামালেও ইন্টার তাদের প্রথম একাদশ পুরোটাই পরিবর্তন করায়।
এদিন খেলার শুরু থেকে গোল মিসের মহড়ায় নামে দু’দল। খেলার প্রথমার্ধেই ইন্টারের স্ট্রাইকার মাউরো ইকার্দি নিশ্চিত দুটি গোল মিস করেন। পরে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামা পিএজির সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন।
তবে খেলার ৫৭ মিনিটে ফ্রেঞ্চ তারকা কাবায়ের করা নিচু শটে খেলার একমাত্র গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪