ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিয়াল ছাড়ছেন না বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
রিয়াল ছাড়ছেন না বেল গ্যারেথ বেল

ঢাকা: বেশ কিছুদিন ধরেই গ্যারেথ বেলের ক্লাব ছাড়ার গুঞ্জনে ফুটবল জগতে তোলপাড় সৃষ্টি হয়। রিয়াল মাদ্রিদ ছেড়ে প্রিমিয়ার লিগে ফিরে যাওয়ার জোর গুঞ্জন ছিল।

তবে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বেল। তিনি জানিয়েছেন, রিয়ালের সঙ্গে ছয় বছরের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত ক্লাব ছাড়বেন না।

গত মৌসুমে টটেনহাম থেকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্নাব্যুতে পাড়ি জমান বেল। সেই সঙ্গে হয়ে যান বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। তবে, এখন পর্যন্ত তিনি রিয়ালের প্রত্যাশা মেটাতে পুরোপুরি সমর্থ হননি। এছাড়াও দলের প্রথম একাদশে জায়গা হারাচ্ছেন। এসব কারণেই মুলত তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে।

গতকাল দুবাইয়ে এসি মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে বেল বলেন, ‘ আমার এ মুহুর্তে ম্যানইউতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি মাদ্রিদে সুখেই আছি। আমি এখানেই খেলে যেতে চাই এবং রিয়ালের হয়ে আরো শিরোপা জিততে ‍চাই। তাছাড়া, রিয়ালের সঙ্গে আমার ২০১৯ সাল পর্যন্ত চুক্তি আছে। ’

রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন বেল। গোল করেছেন ৩৩টি। লা-‍লিগায় এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলে ২২ গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘন্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।