ঢাকা: স্প্যানিস ক্লাব বার্সেলোনার উপর আগামী দুই মৌসুমে ফুটবলার ক্রয় করার উপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট ফর আরবিট্রেশন ফর স্পোর্টস(সিএএস)। আর সম্প্রতি বার্সা এই নিষেধাজ্ঞার উপর আপিল করতে গেলে তা খারিজ করে দেয় সংস্থাটি।
এদিকে ক্রীড়া আদালতের এমন আচরণের পর বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ জানান, সিএএসের এমন সিদ্ধান্ত পুরোপুরি অবিচার।
বার্তেমেউ বলেন, ‘আমাদের বিপক্ষে যা ঘটেছে তা সম্পুর্ণ অবিচার। আমি মনেকরি এতে প্রত্যেকটি ফুটবলার ও তাদের পরিবারের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আর এই প্রভাব পুরো ফুটবল বিশ্বেও পড়বে। ’
কাতালান ক্লাবটির উপর দুই মৌসুম নিষেধাজ্ঞার ফলে দলটি আগামী ২০১৬ সালের জানুয়ারী পর্যন্ত কোন ফুটবলার দলে ভেড়াতে পারবে না। পরে বার্তেমেউ আরো বলেন, ‘আমি বিশ্বাস করি এ অসঙ্গতি পূর্ণ বিচার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার মাথা নিচু করেছে। ’
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪