ঢাকা: বার্সেলোনার তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা জানিয়েছেন, লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার। এবারের ব্যালন ডি’অর মেসির হাতে উঠাই হবে স্বাভাবিক।
মেসি এর আগেও টানা চারবার বিশ্বসেরা ফুটবলারের খেতাব ফিফা ব্যালন ডি’অর জিতেছিলেন। তবে, গতবার রোনালদোর কাছে হার মানেন মেসি। রোনালদো এ পর্যন্ত দু’বার ব্যালন ডি’অর জিতেছেন।
ইনিয়েস্তা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মতে এবারের ব্যালন ডি’অর মেসির হাতেই উঠবে। অনেকেই বলছেন রোনালদোই পরিষ্কার ফেভারিট। কিন্তু, আমি তাদের সঙ্গে একমত নই। আমি মেসির বিকল্প কাউকে দেখছি না। আশা করছি, মেসি পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কার পেতে যাচ্ছে। ’
এই স্প্যানিয়ার্ড আরো বলেন, ‘ব্যালন ডি‘অর শিরোপা জয়ের ভিত্তিতে দেওয়া হয় না। এটি মানুষের ভোটের ভিত্তিতেই দেওয়া হয়। সবাই সেরা ফুটবলারকেই ভোট দেয়। আমি মনে করি, মেসিই বর্তমান ও সর্বকালের সেরা ফুটবলার। বর্তমানে তার সঙ্গে কারো তুলনা চলে না। ’
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘন্টা, ডিসেম্বর ৩১, ২০১৪