ঢাকা: মধুর সমস্যায় পড়েছেন আর্জেন্টিনার নতুন কোচ জেরার্ডো মার্টিনো। তিনি জানিয়েছেন, দলে লিওনেল মেসি, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরোর মতো তারকাদের ভিড়ে অ্যাটাকিং পজিশন সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
বার্সেলোনার সাবেক এ কোচ জানান, মেসির সমতুল্য আক্রমণভাগের আরো ফুটবলার আছে। তাই মূল একাদশ এবং শুরুর একাদশ নির্বাচন করতে গিয়ে আমি একরকম মধুর সমস্যার মাঝেই পড়েছি।
মেসি আর্জেন্টিনা দলের নেতৃত্ব দেওয়ায় তাকে দলের প্রথম থেকে রাখা হচ্ছে। মার্টিনো এ প্রসঙ্গে বলেন, ‘আর্জেন্টিনা দলের বড় সমস্যা হলো যে, দলে এখন মেসির সমমানের খেলোয়াড়ের সংখ্যা বেড়ে গেছে। আক্রমণভাগের প্রতিটি খেলোয়াড় মেধাবী। দলে মানসম্পন্ন খেলোয়াড়ের আধিক্য দেখা যাচ্ছে। ’
মার্টিনো আরো যোগ করেন, ‘তেভেজকে যদি দু্ই নম্বর পজিশনে, হিগুয়েনকে ছয় আর আগুয়েরোকে নয় নম্বর পজিশনে খেলাতে পারতাম, তাহলে আমরা অসাধারণ একটি দল পেতাম। ’
নিজ নিজ ক্লাবের হয়ে তিনজন খেলোয়াড়ই বর্তমানে অসাধারণ মৌসুম কাটাচ্ছেন। ম্যানচেস্টার সিটির হয়ে আগুয়েরো ১৪টি এবং জুভেন্টাসের হয়ে তেভেজ ১০ গোল করে যথাক্রমে ইংলিশ ও ইতালীয় লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েছেন। আর নাপোলির হয়ে দারুণ খেলা হিগুয়েন প্রতিপক্ষের জালে সাতবার বল পাঠিয়েছেন।
কোপা আমেরিকাকে পাখির চোখ করে মার্টিনো ভবিষ্যতের দল প্রসঙ্গে বলেন, ‘যখন সময় আসবে, তখন আমরা দেখতে পারবো তিনজনের সবাই দলে থাকছে কি না। তিনজনের প্রত্যেককে আলাদা করে দেখা হবে। তবে, তাদের বুঝতে হবে, একই পজিশনে, একই মানের এতোজন ফুটবলারকে একসাথে খেলানো আসলেই কষ্টকর। ’
আসন্ন কোপা আমেরিকায় গ্রুপ ‘বি’তে থাকা মার্টিনোর আর্জেন্টিনা ১৪ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪