ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আর.বি.গ্রুপ এর মার্সেল ব্যান্ড এর পৃষ্ঠাপোষকতায় ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ‘মার্সেল বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৪’।
প্রথমদিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
প্রতিযোগিতা উদ্ধোধনের পর ছয়টি গ্রুপের খেলা হয়। শিশু একক ছেলে ও মেয়ে ৮-১০, একক ছেলে ও মেয়ে: ১৪-১৬, কুমিতে মেয়ে এবং ছেলে।
শিশু এককে ৮-১০ বছর মেয়েতে স্বর্ণ পদক পেয়েছে জয়ন্তি বিস্বাস, ইয়াং কিং কারাতে ক্লাব। শিশু এককে ৮-১০ বছর ছেলেতে স্বর্ণ পদক পেয়েছে কার্তিক ডিজি, গজুকাই কারাতে বাংলাদেশ। একক ছেলেতে ১৪-১৬, স্বর্ণ পদক পেয়েছে প্রশান্ত বিস্বাস, ইয়াং কিং কারাতে ক্লাব। একক মেয়েতে ১৪-১৬: স্বর্ণ পদক পেয়েছে রুমালী সরেন, বাংলাদেশ ইয়াং কিং কারাতে ক্লাব।
এদিকে, কুমি মেয়েতে স্বর্ণ পদক পেয়েছে জয়ন্তি বিস্বাস, ইয়াং কিং কারাতে ক্লাব। আর কুমি ছেলেতে স্বর্ণ পদক পেয়েছে সাখওয়াত হোসেন শাওন, বিএসকেইউ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৪