ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

খেলা

জয় দিয়ে বছর শুরু সেরেনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
জয় দিয়ে বছর শুরু সেরেনার সেরেনা উলিয়ামস

ঢাকা: ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে হারিয়ে জয় দিয়েই নতুন বছর শুরু করলেন টেনিস তারকা সেরেনা উলিয়ামস। হোপম্যান কাপে ফ্লাভিয়া পেনেত্তাকে হারিয়েছেন আমেরিকান টেনিসের এ তারকা।



সেরেনা প্রথম সেটে ০-৬ গেমে হেরে গেলেও পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে তৃতীয় সেটে পেনেত্তাকে একরকম উড়িয়ে দিয়েছেন সেরেনা। শেষ সেটে ৬-০ গেমে পরাজিত করেন ইতালিয়ান তারকাকে।

নতুন বছরের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সেরেনা বেশ সন্তুষ্ট বলে জানান। ম্যাচ শেষে তিনি বলেন, এ জয়ে আমি বেশ আনন্দিত। এবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিততে নিজেকে প্রস্তুত করতে চাই।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।