দক্ষিণ আফ্রিকা: বিশ্বকাপের ‘ই’ গ্রুপে এবার খেলবে নেদারল্যান্ডস। নিজেদের দল নিয়ে আশাবাদী দেশটির আক্রমণভাগের খেলোয়াড় রবিন ভ্যান পার্সিয়ে।
দ্য মিররকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন,“ সত্যি বলতে কি? এটা বলা কঠিন। তবে আমাদের দলে ভাল ভাল খেলোয়াড় রযেছে। যাদের সেই ক্ষমতা আছে। এছাড়া স্নাইডজার, রবেন, ভ্যান ডার ভার্ট, ভান বোমেলসহ আমি নিজেদের সেরা খেলটা খেলতে পারলে, অবশ্যই যে কোনো দলের বিপক্ষে সাফল্য পাবো। ”
দলের সাফল্যের কথা উল্লেখ করতে গিয়ে ২০০৮ সালের ইউরোর পারফরমেন্সের কথা বলেন তিনি, কোয়ার্টার ফাইনালে রাশিয়ার কাছে হেরে দল বিদায় নিলেও গ্রুপের পর্বের খেলায় ইতালি, ফ্রান্স ও রুমানিয়ার বিপক্ষে জিতেছে।
দুই বছর আগের সেই ফর্ম এখনো দলের আছে বলে বিশ্বাস তার। এ জন্য হয়তো বলেন, আমরা যে কেউকে হারাতে পারব।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭১৬ ঘ. জুন ১১, ২০১০