ঢাকা: এ মৌসুমে দারুণ খেলে ট্রেবল জয়ের দ্বারপ্রান্তে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মৌসুমের লা লিগা জিতে নেওয়া বার্সা পরের মৌসুমে খেলবে নতুন জার্সি গায়ে।
ক্লাবের ১১৫ বছরের ইতিহাসে এই প্রথম লম্বালম্বি স্ট্রাইপের বদলে জার্সিতে থাকছে পাশাপাশি স্ট্রাইপ। ক্লাবের পতাকার কালারের সঙ্গে মিল রেখে নতুন মৌসুমে মেসি, নেইমার, সুয়ারেজদের জন্য বানানো হচ্ছে জার্সি।
মঙ্গলবার (২৬ মে) থেকে অনলাইনে এই জার্সি কিনতে পারবেন বার্সার ভক্তরা। প্রিয় ক্লাবের জার্সি পাওয়া যাবে NIKE.COM/FCB তে ও নাইকির অফিসিয়াল স্টোরে। এছাড়া ক্লাবের অফিসিয়াল সপ থেকেও সংগ্রহ করা যাবে বর্তমান লা লিগার চ্যাম্পিয়নদের নতুন জার্সি।
ফুটবল জার্সিতে পাশাপাশি স্ট্রাইপ এই প্রথম হলেও আগে বার্সার বাস্কেটবল, রাগবি ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের জার্সিতে এরকম ডিজাইন দেখা যায়।
এবারের জার্সিতে চারটি মেরুন কালারের স্ট্রাইপস থাকছে পাশাপাশি। অ্যাওয়ে ম্যাচের জন্য লাল-হলুদ স্ট্রাইপ জার্সিতেই দেখা যাবে কাতালানদের।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৬ মে ২০১৫
এমআর