ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

‘প্রো এ্যাম’ সম্পন্ন

বুধবার শুরু বসুন্ধরা-বাংলাদেশ ওপেন গলফ

ইয়াসির উবাইদ জিকো, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ২৬, ২০১৫
বুধবার শুরু বসুন্ধরা-বাংলাদেশ ওপেন গলফ

ঢাকা: ২৪টি দেশের গলফারদের অংশগ্রহণে বুধবার (২৭ মে) থেকে শুরু হচ্ছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’। এরই মধ্যে সব দেশের গলফারদের কোলাহলে মুখরিত হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব।



মঙ্গলবার (২৬ মে) সকালে হঠাৎ এক পশলা বৃষ্টি কুর্মিটোলা গলফ ক্লাবের মাটিকে সিক্ত করে যায়। তাই এদিন নির্ধারিত বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্টের আগে ‘প্রো এ্যাম’ ইভেন্ট অনুষ্ঠিত হয় স্বল্প পরিসরে।

মঙ্গলবার প্রত্যুষেই গলফ স্টিক হাতে, পুরোদস্তুর গলফারের সাদা পোশাকে মাঠে আসেন বসুন্ধরা গ্রুপের এডিশনাল এমডি সাফওয়ান সোবহান। ‘প্রো এ্যাম’ ইভেন্টে অংশ নিয়ে বেশ কিছুটা সময় তিনি মাঠে গলফে তার নৈপুণ্য দেখান।

তার সঙ্গে খেলায় অংশ নেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব) মাহবুব হায়দার, উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব) খন্দকার আবদুল ওয়াহেদ, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এমএম জসিম উদ্দিন প্রমুখ।  

দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠীর অন্যতম বসুন্ধরা গ্রুপ এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর।

বৃষ্টি শেষ হয়ে যাওয়ার প্রায় আধা ঘণ্টা পরেই মাঠ জুড়ে দেশি-বিদেশি গলফাররা অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন। শেষ দিনের প্রস্তুতিতে আয়োজকরাও পার করেন ব্যস্ত সময়। শেষ সময়ে সব কিছু পরখ করে দেখে নেন তারা।

টুর্নামেন্টে অংশগ্রহণে জন্য বিদেশি গলফাররা এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান ছাড়াও এই আয়োজনের মূল আকর্ষণ হয়ে থাকবেন ভারতের রশিদ খান, সিঙ্গাপুরের মারদান মামাত, যুক্তরাষ্ট্রের বেরি হেনসনের মতো তারকারা।

গলফার সিদ্দিকুর রহমান মনে করেন, নিজের সেরা খেলাটা খেলতে পারলে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন শিরোপার দৌড়ে। পিঠ ও হাতের চোট পুরোপুরি সেরে গেছে বলেও জানালেন তিনি। এখন নিজের চিরচেনা পরিবেশে ভালো খেলে দেশের মুখ উজ্বল করাই তার লক্ষ্য।

তবে লড়াইটা বেশ জমজমাট হবে বলেই মনে করছেন সিদ্দিকুর।

সিদ্দিকুর ছাড়াও বাকী ৩০ বাংলাদেশি গলফার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। তাদেরও ভালো করার যথেষ্ঠ সম্ভবনা রয়েছে।

ভারতের গলফ‍ার রশিদ খানও মনে করেন, এ টুর্নামেন্টে লড়াইটা জমবে।

তার মতে বাংলাদেশি গলফারদের বেশ সম্ভবনা রয়েছে এ টুর্নামেন্টে ভালো করার।

বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ জানালেন, বৃষ্টি হলেও খেলায় বড় ধরনের কোনো প্রভাব পড়বে না।

বৃষ্টি শেষ হয়ে যাওয়ার আধা ঘণ্টার মধ্যেই মাঠ খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানালেন তিনি।

কালবৈশাখী ও বজ্রপাতসহ ঝড়ের মওসুম হওয়ায় সে ব্যাপারেও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন আয়োজকরা।

বাংলাদেশ বিমানবাহিনীর রাডার  ঝড়ের অবস্থা, গতিবেগ জানাবে। আগে ভাগে ঝড়ের সংকেত পাওয়া গেলে রেফারিরা সহজেই খেলা বন্ধ রাখতে পারবেন।

এছাড়াও নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশি বিদেশি নামকরা খেলোয়াড়দের এই টুর্ণামেন্ট নির্বিঘ্ন রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সার্বিক সহযোগিতা নেওয়া হচ্ছে।

৩ লাখ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্ট সফল করতে পুরোপুরি প্রস্তুত বলেই জানালেন আয়োজকরা।

বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ২৪টি দেশের ১৫৬ জন গলফার অংশ নিচ্ছেন। বাংলাদেশের ৩০ জন গলফার স্বাগতিক হিসেবে এ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। আর নিজ যোগ্যতায় টুর্নামেন্টে  খেলছেন এশিয়ান ট্যুরের টুর্নামেন্টের শিরোপাজয়ী একমাত্র বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। এছাড়া এশিয়া মহাদেশের এমনকি এশিয়ার বাইরেরও অনেক শীর্ষ গলফার অংশ নিচ্ছেন বসুন্ধরা বাংলাদেশ ওপেনে।

চার রাউন্ডে ১৮ হোলে মোট ৭১ পারে খেলা হবে। এ আসরের উইনার ৩ লাখ ডলার প্রাইজমানির ১৮ শতাংশ পাবেন। একইভাবে টুর্নামেন্টের ৬৫ জনকে এ প্রাইজমানি ভাগ করে দেওয়া হবে। টুর্নামেন্টে ১০ হাইপ্রোফাইল গলফার অংশ নিচ্ছেন। যারা একবার হলেও এশিয়ান ট্যুরের শিরোপা জয়ী।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। ২৭ মে (বুধবার) থেকে ৩০ মে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্ট প্রতিযোগিতা।

এর আগে গত ৭ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ গলফ ফেডারেশনের মধ্যে ৩ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর হয়। গত ৪ মে রাজধানীর জোয়ার সাহারা এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়।

সবচেয়ে বেশি এশিয়ান ট্যুর শিরোপাজয়ী থাইল্যান্ডের থাওর্ন উইরাচান্ত, ভারতের রাহিল গাংজি, স্পেনের কার্লোস পিজেম ও যুক্তরাষ্ট্রের ব্যারি হ্যানসনদের মতো সিদ্দিকুর-জামালরা শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। এখন দেখার বিষয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা কার হাতে শোভা পায়।
 
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ২৬, ২০১৫
ইয়া/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।