ঢাকা: মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা শুরু হবে আগামী ৩০ মে থেকে। সাত ভেন্যুতে ৩১ জেলা এবং সাত সার্ভিসেস দলের প্রায় পাঁচ শতাধিক কাবাডি খেলোয়াড় অংশ নেবেন এতে।
মঙ্গলবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এ সময় সহ-সভাপতি মুনীর হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ ও মার্কেটিং অফিসার সাবরিন মারুফ উপস্থিত ছিলেন।
আন্তঃজেলা প্রতিযোগিতায় সাতটি ভেন্যু থেকে আটটি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে চূড়ান্ত পর্বে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল চারটি জাতীয় পর্বে খেলবে।
এই চারটি দল খেলবে সার্ভিসেস দলগুলো থেকে ওঠে আসা বাকি চারটি দলের সঙ্গে। ৩০ মে আন্তঃজেলা কাবাডি শুরু হলেও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৯ থেকে ১১ জুন। ৪ থেকে ৭ জুন সাত ভেন্যুর খেলাগুলো অনুষ্ঠিত হবে। আর জাতীয় কাবাডি অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৪ জুন। আন্তঃজেলার চূড়ান্ত পর্ব ও জাতীয় কাবাডির সবগুলো খেলাই হবে পল্টনের ঢাকা কাবাডি স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ২৬ মে ২০১৫
ইয়া/এমআর