ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

নেতৃত্বগুণে ভাস্বর নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মে ২৭, ২০১৫
নেতৃত্বগুণে ভাস্বর নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারের নেতৃ্ত্বগুণের ভূয়সী প্রশংসা করেছেন তার সাবেক কোচ ডার্লান সান্তানা ডা সিলভা। সান্তোসের যুবদলের সাবেক এই কোচের মতে, জন্মগতভাবেই নেইমার একজন নেতা এবং ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সব গুণাবলিই তার মধ্যে বিদ্যমান।



ব্রাজিল বিশ্বকাপের পরই কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে লুইস ফেলিপে স্কলারির স্থলাভিষিক্ত হন কার্লোস দুঙ্গা। দায়িত্ব হাতে নিয়ে থিয়াগো সিলভাকে সরিয়ে নেইমারকে সেলেকাওদের ‍অধিনায়ক করেন। এরপর তার নেতৃত্বে টানা আট ম্যাচে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৩ বছর বয়সী নেইমার নিজে করেন আট গোল।

এক সাক্ষাৎকারে ডার্লান সান্তানা বলেন, ‘নেইমারকে অধিনায়ক করায় তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলে সিলভা। কিন্তু, সব অভিযোগকে পেছনে ফেলে নেতৃত্বগুণের শক্তিমত্তা দেখিয়েছে নেইমার। ছোটবেলা থেকেই সে নেতা হিসেবে আবির্ভূত হয়। বন্ধুদের কাছে সে খুবই সম্মানের পাত্র ছিল। ’

এ ব্রাজিলিয়ান কোচ আরও বলেন, ‘সান্তোসের যুব দলে খেলার সময় থেকেই নেইমারের ফুটবল প্রতিভায় আমরা মুগ্ধ ছিলাম। ওই সময়ে যুবদলের টুর্নামেন্ট পাওলিস্তা চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিনিয়র খেলোয়াড়রা মাঠে আসতে বিলম্ব করায় নেইমারকে সুযোগ দেওয়া হয়। সে অল্প বয়সেই অসাধারণ ফুটবল খেলে সবাইকে চমকে দেয়। শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন হই। খেলার প্রতি প্রচুর আগ্রহই তাকে শীর্ষ পর্যায়ে পৌঁছে দিয়েছে। ’

আগামী মাসে চিলিতে ৪৪তম কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে। নেইমারের নেতৃত্বে নবম শিরোপা জয়ের মিশনে নামবে সেলেকাওরা। এর আগে ২০১১ কোপা আমেরিকা, ২০১২ সালের লন্ডন অলিম্পিক, ২০১৩ কনফেডারেশনস কাপ ও ২০১৪ ফুটবল বিশ্বকাপে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন নেইমার।

এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ৬২ ম্যাচ খেলে ৪৩টি গোল করেছেন নেইমার। আর ৩৫ গোল করলেই দেশটির হয়ে সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাবেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘন্টা, মে ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।