ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

বিশ্রামে নয়্যার, মুলার, ক্রুস

স্পোর্টম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মে ২৭, ২০১৫
বিশ্রামে নয়্যার, মুলার, ক্রুস ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও জিব্রাল্টার বিপক্ষে দু’টি ম্যাচের জন্য জার্মান ত্রয়ী ম্যানুয়েল নয়্যার, থমাস মুলার ও টনি ক্রুসকে বিশ্রামে রেখেছেন কোচ জোয়াকিম লো। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন মনশেনগ্লাডবাখ ক্লাবের ২৪ বয়সী মিডফিল্ডার প্যাট্রিক হারম্যান।



এক সাক্ষাৎকারে জোয়াকিম লো বলেন, ‘জার্মানির বিশ্বকাপ জয়ে নয়্যার, মুলার ও ক্রুস গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাদের বিশ্রাম প্রাপ্যই ছিল। কিছুটা ইনজুরি সমস্যা থাকায় গোলরক্ষককে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। সামনে ব্যস্ত সিডিউল। ২০১৬ ইউরো টুর্নামেন্টে দলের সবাই যাতে পুরোপুরি ফিট থাকে সেটিই আগে নিশ্চিত করতে চাই। এজন্যই সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রাখা। ’

আগামী ১০ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে জার্মানি। তিনদিন পর ইউরো বাছাইপর্বের ম্যাচে জিব্রাল্টারের বিপক্ষে মাঠে নামবে গোতজে-ওজিলরা।

স্কোয়াড:
গোলরক্ষক: রোমান উইডেনফেলার, রন রবার্ট জেইলার।

ডিফেন্ডার: জেরম বোয়েটেং, এরিক ডার্ম, জোনাস হেক্টর, ম্যাটস হ‍ামেলস, স্কোড্রান মুস্তাফি, সেবাস্তিয়ান রুডি ও অ্যান্তোনিও রুডিগার।

মিডফিল্ডার ও ফরোয়ার্ড: করিম বেলারাবি, মারিও গোতজে, লিকাই গুন্ডোগান, প্যাট্রিক হারম্যান, সামি খেদিরা, ক্রিস্টপ ক্রেমার, ম্যাক্স ক্রুস, মেসুত ওজিল, লুকাস পোডলস্কি, আন্দ্রে শুরলে ও বাস্তিয়ান শোয়েইনস্টেইগার।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘন্টা, মে ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।