ঢাকা: দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার ছয় কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চলতি সপ্তাহে ফিফার কংগ্রেসে যোগ দেওয়ার জন্য জুরিখে সমবেত হয়েছিলেন ফিফার শীর্ষ সেই কর্মকর্তারা।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার ৬৫তম কংগ্রেস শুরুর আগে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয় তাদের। সুইজারল্যান্ডের পুলিশ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছে।
সুইস পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ফেডারেল অফিস অব জাস্টিসের (এফওজে) আদেশের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রায় দুই দশক ধরে তাদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগে তদন্ত চালিয়ে আসছে এফবিআই। ফলে, যুক্তরাষ্ট্র বিচার বিভাগের অনুরোধে সুইস পুলিশ তাদের গ্রেফতার করে।
ধান্দাবাজি, মানি লন্ডারিং এবং জালিয়াতি ও বিশ্ব ফুটবলের পর্ষদে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে গ্রেফতার করা শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৭ মে ২০১৫
এমআর