ঢাকা: বয়স মাত্র ১৬। তবে এ বয়সেই পেশাদার গলফারদের সাথে সমানতালে খেলে যাচ্ছে ছেলেটি।
চলমান বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ টুর্নামেন্টে ৩১ জনের দলে আছেন আফনান মাহমুদ মাহী। আর মজার বিষয় ২৪টি দেশের ১৫৬ গলফারের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে খেলছেন আফনান।
বিশ্বসেরা গলফারদের সাথে খেলার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত এই গলফার। বাংলানিউজকে জানালেন নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে।
বাংলানিউজ: এত বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে নিশ্চয়ই আনন্দিত?
আফনান: হ্যাঁ, সর্বকনিষ্ঠ গলফার হিসেবে ৩১ জনের বাংলাদেশ দলে যায়গা করে নিয়েছি। বসুন্ধরা বাংলাদেশ ওপনে গলফে খেলতে পেরে সত্যি খুব ভালো লাগছে।
বাংলানিউজ: টুর্নামেন্টের আগে প্রস্তুতিটা কেমন হয়েছে?
আফনান: আমি দশম শ্রেণীর ছাত্র, পরীক্ষা চলছে। তাই প্রস্তুতিটা শতভাগ হয়নি। তবে গত সাতদিন ধরে অনুশীলন নিয়মিত ভাবেই করেছি। আশা করছি টুর্নামেন্টে নিজের ছন্দে ফিরতে পারবো।
বাংলানিউজ: এ টুর্নামেন্টে আপনার লক্ষ্য কি?
আফনান: শতভাগ উজাড় করে খেলতে চাই। আমার লক্ষ্য থাকবে যেন টুর্নামেন্টে কাট মিস না করি।
বাংলানিউজ: কার অনুপ্রেরণায় ক্রিকেট-ফুটবল খেলাকে বাদ দিয়ে গলফ খেলা শুরু?
আফনান: মা-বাবার অনুপ্রেরণায় আমার গলফ খেলা শুরু। আমার উঠে আসার পেছনে তাদের অবদান সবেচেয়ে বেশি।
বাংলানিউজ: বাংলাদেশ গলফে আপনার আইডল কে?
আফনান: অবশ্যই, দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।
বাংলানিউজ: অ্যামেচার হিসেবে খেলছেন, ভবিষ্যতে কি প্রফেশনাল হিসেবে খেলার ইচ্ছা আছে?
আফনান: অবশ্যই। আমি ভবিষ্যতে একজন প্রফেশনাল গলফার হিসেবে খেলতে চাই।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৭ মে ২০১৫
ইয়া/এমআর