ঢাকা: গলফকে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ‘দ্য গলফ হাউস’ ম্যাগাজিন। বুধবার (২৭ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুর্মিটোলা গলফ ক্লাবের মিডিয়া সেন্টারে দেশের প্রথম গলফ ম্যাগাজিন হিসেবে এর যাত্রা শুরু হলো।
দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল সরদার হাসান কবির (অব.) ও শ্রীলঙ্কান তারকা গলফার মিথুন পেরেরাসহ ম্যাগাজিন সংশ্লিষ্ট অন্য গলফাররা ‘দ্য গলফ হাউস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্য গলফ হাউস ম্যাগাজিনটি প্রকাশনা করছে অ্যাডফার্ম প্রেসমিট।
দ্য গলফ হাউস দেশের গলফের বিস্তারে সহায়তা করবে এবং এ খেলাটির প্রতি নতুনদের আকৃষ্ট করবে বলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন ম্যাগাজিনটির সম্পাদকমণ্ডলীরা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৭ মে ২০১৫
ইয়া/আরএম