ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

এখান থেকে শীর্ষে ফেরা সম্ভব নয়: সিদ্দিকুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ২৯, ২০১৫
এখান থেকে শীর্ষে ফেরা সম্ভব নয়: সিদ্দিকুর ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রত্যাশার পারদ সবসময়ই ঊর্ধ্বগামী। আর যেহেতু টুর্নামেন্টটি ছিল দেশের মাটিতে, তাই দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমানকে নিয়ে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্টে সবার প্রত্যাশা ছিল অনেক বেশি।



কিন্তু শুক্রবার (২৯ মে) দুপুরে তৃতীয় রাউন্ডের খেলা শেষে মলিন মুখে সংবাদমাধ্যম কর্মীদের সিদ্দিকুর জানালেন, এখন আর কিছুই নেই। আমি যতটা পিছিয়ে আছি, এখান থেকে শীর্ষে ফেরা সম্ভব নয়।

ঠিক এভাবেই নিজমুখে টুর্নামেন্টে ভালো ফলাফলের আশা উড়িয়ে দিলেন সিদ্দিকুর রহমান। দেশের মাটিতে চেনা কোর্সে চারদিনের এ টুর্নামেন্টের তৃতীয় দিনেই লিডার বোর্ডের তলানিতে চলে গেছেন সিদ্দিকুর।

প্রথম ও দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে ১+১=২ শট বেশি খেলেন সিদ্দিকুর। কিন্তু শুক্রবার তৃতীয় রাউন্ড যেন দুঃস্বপ্নের মতোই কাটলো দেশ সেরা এই গলফারের। চারটি বগি মেরে পারের চেয়ে চার শট বেশি খেলে দিন শেষ করেন তিনি।

ফলে তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৬ শট বেশি খেলে লিডার বোর্ডে তার অবস্থান সম্মিলিতভাবে ৬৪।

তাই দু’বার এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুরের উপরে অবস্থান নিয়েছে তারই অনুজ অপর ৫ বাংলাদেশি গলফার।

সিদ্দিকুর আরো বলেন, প্রথম রাউন্ডে আমি চারটি বার্ডি পেয়েছি। আর দ্বিতীয় রাউন্ডে আমি দু’টি বার্ডি পেয়েছি। কিন্তু তৃতীয় রাউন্ডে একটিও পায়নি। গেম ভালো হলেও শট খারাপ করায় অনেক পিছিয়ে গিয়েছি। আজ আবহাওয়া অনুকূলে থাকার পরও স্কোরটা করতে পারিনি।

তিনি মনে করেন, চেনা পরিবেশে বেশ কিছু কারণে পিছিয়ে গেছে সতীর্থরা। প্রথমত, ভালো মানের খেলোয়াড় আসার ফলে প্রতিযোগিতা বেড়ে গেছে অনেক। দ্বিতীয়ত, আবহাওয়াজনিত সৃষ্ট জটিলতার কারণে খেলার গতিপথ পরিবর্তন হয়ে গেছে। তাই এই অর্জিত অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান দেশসেরা এই গলফার। আবারো ঘুরে দাঁড়াতে চান।

তবে এখনও শিরোপার স্বপ্নের সলিল সমাধি হয়নি বাংলাদেশের। কারণ, বাংলাদেশি গলফারদের মধ্যে দুলাল হোসেন সম্মিলিতিভাবে ৭, শাখাওয়াত সোহেল সম্মিলিতভাবে ২৫, দিল মোহাম্মদ সম্মিলিতভাবে ৪৮ (অপেশাদার), নূর জামাল সম্মিলিতভাবে ৫৪ আর সজিব আলী সম্মিলিতভাবে ৬৪ তম অবস্থানে আছে লিডার বোর্ডে।

হাতে আছে আরও একটি দিন। যদি শেষদিন জ্বলে ওঠেন দুলাল-শাখাওয়াতরা, তাহলে স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৫/আপডেট: ১৭৩০ ঘণ্টা
ইয়া/জেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।