ঢাকা: মেক্সিকান লিগের ফাইনালের প্রথম লেগে সান্তোস লাগুনার বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহোর কুয়েরেতারো। স্বাগতিকদের হয়ে একাই চার গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে রীতিমত লজ্জায় ডোবান ২৭ বছর বয়সী মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের ওরোজকো।
২৯ মে (শুক্রবার) নুয়েভো কোরোনা স্টেডিয়ামে ওরোজকোর হ্যাটট্রিকে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় স্বাগতিক সান্তোস। কুয়েরেতারোর হয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই মিডফিল্ডার জেইমি গোমেজের বদলি হিসেবে মাঠে নামেন সাবেক বার্সা তারকা রোনালদিনহো। কিন্তু, দলের হয়ে তেমন কিছুই করতে পারেন নি। তার পারফরম্যান্সে গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকরা রীতিমত হতাশ হয়।
খেলার ৬৩ মিনিটে নিজের চতুর্থ গোল আদায় করে নেন ওরোজকো। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে কুয়েরেতারোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার দিয়েগো গঞ্জালেজ।
পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখেও জালের ঠিকানা খুঁজে পায়নি ভিক্টর ভুকেটিচের শিষ্যরা। তাই ম্যাচ শেষে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদিনহোরা। ঘরের মাঠে দ্বিতীয় লেগে অলৌকিক কিছু না ঘটলে কুয়েরেতারোর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীন।
এর আগে পাচুকার সঙ্গে সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হারলেও ফিরতি পর্বের ম্যাচে সমান ব্যবধানের জয় পেয়ে অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনাল নিশ্চিত করে কুয়েরেতারো। হেরে যাওয়া ম্যাচটিতে বদলি হিসেবে মাঠে নামানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন রোনালদিনহো।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা, মে ২৯, ২০১৫
আরএম