ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মহাশূন্য থেকে ধেয়ে এলো দু’টি টিকিট (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মে ২৯, ২০১৫
মহাশূন্য থেকে ধেয়ে এলো দু’টি টিকিট (ভিডিও)

ঢাকা: মহাশূন্য থেকে ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ ফুটবলের আসর এফএ কাপের ফাইনালের টিকিট ফেলা হয়েছে। পৃথিবীর বাইরে থেকে ফেলানোর চেষ্টা করা টিকিট দুটি যারা পেয়েছেন তারা লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের ভিআইপি আসনে বসে এফএ কাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন।



৩০ মে ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে অ্যাস্টনভিলা। ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে ফাইনালে উঠে অ্যাস্টনভিলা। আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল রিডিংকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠে।

এর আগে ওয়েম্বলি স্টেডিয়াম থেকে ফাইনালের দুটি টিকিট মহাশূন্যে নিয়ে যাওয়া হয়। একসময় বেলুনটি ফেটে গেলে নিয়ে যাওয়া টিকিট দুটি লন্ডনের মাটিতে নেমে আসে। এরপর ফুটবল এসোসিয়েশনের টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টি জানানো হয়।

ফুটবল এসোসিয়েশনের টুইটার ফলোয়ারদের বলে দেওয়া হয় কোথায় থাকতে পারে টিকিট দুটি। কারণ, বেলুন আর টিকিটের সঙ্গে লাগানো জিপিএস ট্রাক্যার থেকে সংকেত পাওয়া যায় কোথায় রয়েছে টিকিট দুটি।

টুইটারে দেওয়া ম্যাপ অনুযায়ী লন্ডনের মাটিতে তিন ঘণ্টা পর নেমে আসা টিকিট দুটি পেয়েছেন ১৯ বছর বয়সী আর্সেনাল ভক্ত জর্জ ল্যাম্বের দাদি। ল্যাম্ব জানান, সকালের দিকে হাঁটতে বেড়িয়ে টিকিট দুটি নজরে আসে দাদির। এরপর তিনি সেখান থেকে টিকিট দুটি নিয়ে বাসায় ফিরে আমাকে দিয়ে দেন। আমি দাদিকে ধন্যবাদ জানাতে চাই। আমি অবশ্যই ওয়েম্বলি স্টেডিয়ামের ফাইনালে উপস্থিত থাকব। এটাই আমার প্রথম ওয়েম্বলি স্টেডিয়ামে যাওয়া, বিশেষ এই টিকিট পেয়ে আমি বেশ আনন্দিত।

ভিডিও:


বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৯ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।