ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৪’র জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বের উদ্বোধনী খেলা শুরু হচ্ছে।
রোববার (৩১ মে) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, ৩১ মে থেকে ২ জুন প্রথম রাউন্ড, ৪ জুন সেমিফাইনাল, ৫ জুন তৃতীয় স্থান নির্ধারণী এবং ৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন/পৌরসভা ও উপজেলা/থানা পর্যায়ের খেলা শেষে জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ শেষে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হচ্ছে।
বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ১৪টি দল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে চূড়ান্ত খেলা। অংশগ্রহণকারী ১৪টি দলকে সরকারি অর্থে ঢাকায় আবাসন, খাবার এবং যাতায়াতের ব্যবস্থা করা হয়।
জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকার প্রাইজমানি ছাড়াও খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে একটি করে সোনার প্রলেপযুক্ত গোল্ড মেডেল দেওয়া হয়।
রানারআপ দলকে ৭৫ হাজার টাকার প্রাইজমানি এবং খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে একটি করে রুপার প্রলেপযুক্ত সিলভার মেডেল দেওয়া হয়।
আর তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি, দলের খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে একটি করে ব্রোঞ্জের প্রলেপযুক্ত মেডেল দিয়ে থাকে সরকার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে সোনার প্রলেপযুক্ত গোল্ডেন ক্রেস্ট, সর্বোচ্চ গোলদাতাকে সোনার প্রলেপযুক্ত গোল্ডেন বুট দেয়া হয়।
এছাড়া জাতীয় পর্যায়ের প্রতিটি খেলায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, কোচ এবং ম্যানেজার মেডেল প্রাপ্ত হন। জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সব খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে ট্রাকস্যুট, মোজা ও কেডস, ক্যাপ এবং খেলোয়াড়দেরকে খেলায় জার্সি দেওয়া হয়।
জাতীয় পর্যায় ও সেমিফাইনালের প্রতিটি খেলায় প্রাধান অতিথিদেরকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ সময়:০৯১৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমআইএইচ/জেডএস