ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ব্লাটারের কাছে ‘ফুটবল হেরেছে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ব্লাটারের কাছে ‘ফুটবল হেরেছে’ সেপ ব্লাটার

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন সেপ ব্লাটার। বিশ্বব্যাপী সুইজারল্যান্ডের এ নাগরিকের উপর সমালোচনার তীর থাকলেও বেশ বড় ব্যবধানেই জয় পান তিনি।

তবে তার এ জয়ের কাছে ‘ফুটবল হেরেছে’ বলে জানিয়েছেন পর্তুগালের সাবেক কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো।

৭৯ বছর বয়সী ব্লাটার প্রেসিডেন্ট পদে জিততে হারিয়েছেন একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসাইনকে। যা তাকে পঞ্চমবারের মত ফিফার গভর্নি বডির সর্বোচ্চ পদে নিয়ে যায়।

ফিফার ৬৫তম কংগ্রেসে ব্লাটার ১৩৩ ভোট পেয়ে জয়ী হন। আর অন্যদিকে প্রিন্স আলী পান ৭৩টি ভোট। তবে দ্বিতীয় ধাপে আরো একবার ভোট হবার কথা থাকলেও জর্ডনীয়ান নাগরিক আলী সরে দাড়ান।

ব্লাটারের এ জয় আসলো যখন এই সপ্তাহের আগে ফিফার বড় ধরণের দুর্নীতি ধরা পড়েছিল। যেখানে মার্কিন কতৃপক্ষের দ্বারা সংস্থাটির সাতজন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই সঙ্গে ঘুস কেলেঙ্কারির দায়ে আরো ১৪ জনকে বহিষ্কার করা হয়েছিল।

লুইস ফিগো এর আগে ফিফার প্রেসিডেন্ট পদে দাড়ানোর কথা থাকলেও শেষ দিকে এসে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তবে ব্লাটারের বিপক্ষে তিনি গণ সংযোগ চালিয়েছিলেন। কিন্তু শুক্রবারের এ ফলাফলে ফিগো হতাশা ব্যক্ত করেছেন।

এক সাক্ষাতকারে ফিগো বলেন, ‘জুরিখে আরো একটি কালো দিন শেষ হলো। ফিফা হারিয়েছে তার সবকিছু। সেই সঙ্গে ফুটবলও হেরেছে। ’

তিনি আরো বলেন, ‘মি. ব্লাটারের অবস্থা খুবই খারাপ ছিলো যখন সে বলেছিল, সে কাউকে নিয়ন্ত্রন করতে পারছে না। সে ফুটবল সম্পর্কে কিছুই জানে না। তবুউ সে জিতেছে। তার মধ্যে কোন ভদ্রতা নেই। তার আগামী কয়েকদিনের মধ্যে এ পদ থেকে সরে যাওয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।