ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

খেলা

ব্রাজিল দল থেকে ছিটকে পড়লেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ব্রাজিল দল থেকে ছিটকে পড়লেন মার্সেলো মার্সেলো

ঢাকা: আগামী ১১ জুন থেকে চিলিতে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকা। আর ৪৪তম এ আসরে থাকছেন না ব্রাজিলের তারকা অ্যাটাকিং ডিফেন্ডার মার্সেলো।



আসন্ন আসরের আগে ইনজুরিতে পড়েছেন মার্সেলো। এমনটি নিশ্চিত করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। রিয়ালের এ তারকার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জেফারসন।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, আমরা রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে খবর পেয়েছি, দলের অনুশীলনে লাফ দিতে গিয়ে পিঠে ব্যাথা পেয়েছেন মার্সেলো। আমরা তাকে কিছু পরীক্ষা করতে বলেছি। তবে সুস্থ হতে মার্সেলোর প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে।

মার্সেলোর ইনজুরিতে কপাল খুলেছে ২১ বছর বয়সী জেফারসনের। মেক্সিকো এবং হন্ডুরাসের বিপক্ষে প্রীতিম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলে জেফারসনের অভিষেক ঘটতে যাচ্ছে বলে জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন।
 
০১ জুন চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ দুঙ্গা। এবারের আসরে ব্রাজিল গ্রুপ ‘সি’তে পড়েছে। এই গ্রুপে দলটিকে লড়তে হবে কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।