ঢাকা: বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামার আগে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রায় ২৮ বছর পর আবারো বাংলাদেশের সামনে সিঙ্গাপুর।
শনিবার (৩০ মে) বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়।
লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা শুরুর একাদশে ৪-৪-২ ফরমেশনে খেলতে থাকেন। ম্যাচের শুরুর একাদশে মাঠে নামেন মানজারুল ইসলাম হিমেল, রায়হান হাসান, নাসির উদ্দিন, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, এমিলি, হেমন্ত ভিনসেন্ট, সোহেল রানা এবং এনামুল হক।
অতিথি হিসেবে খেলতে নামা সিঙ্গাপুর কিছু বুঝে উঠার আগেই স্বাগতিকরা গোল করে বসে। গোলবারের বাঁপাশ থেকে ফ্রি-কিক থেকে পাওয়া বলে হেড করে দারুণ সূচনা এনে দেন নাসির। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে লিড নেয় বাংলাদেশ।
বঙ্গবন্ধু গোল্ডকাপের পর এই প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ১৯৮৬ সালে সিঙ্গাপুরের বিপক্ষে শেষবার মুখোমুখিতে ১-১ গোলে ড্র করেছিলো লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ১৩তম মিনিটে সিঙ্গাপুরের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা গোলরক্ষক হিমেল। এর ৫ মিনিট পর আবারো অতিথিদের হতাশ করেন তিনি।
দারুণ দুটি সেভ করেও ম্যাচের ৩১তম মিনিটে দলকে গোলের হাত থেকে রক্ষা করতে পারেন নি হিমেল। সিঙ্গাপুরের ১০ নম্বর জার্সি পরিহিত নওয়াজ হামিদ গোলবারের ডানপাশ থেকে সতীর্থের বাড়ানো বলে হেড করেন। প্রথম প্রচেষ্টায় লাফিয়ে উঠে রুখে দেন হিমেল। বল গিয়ে আঘাত করে গোলবারে। ফিরতি বলটি বাংলাদেশের ডিফেন্ডার ইয়ামিন মুন্না ক্লিয়ার করার আগেই শট করেন হামিদ। হিমেলের পায়ের ফাঁক গলে বল জড়িয়ে যায় স্বাগতিকদের জালে।
নওয়াজ হামিদের সপ্তম আন্তর্জাতিক গোলের ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সমতায় ফেরে সিঙ্গাপুর।
তবে, অতিথি দলটি সমতায় ফেরার আগে স্বাগতিক সমর্থকদের আবারো উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। এনামুলের গোলে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু গোললাইনের আগে বল সেভ করায় বাংলাদেশের দ্বিতীয় সাফল্যটি নষ্ট হয়।
লিড নিতে আবারো ঘুরে দাঁড়ায় মামুনুল ইসলামের দলটি। সোহেল রানার দুটি চেষ্টা নষ্ট হয়। ম্যাচের ৪২তম মিনিটে গোলবারের ডানদিক দিয়ে শট নিলে সোহেল রানার শটটি বাইরে বেড়িয়ে যায়।
ম্যাচের প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ-সিঙ্গাপুর।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর