ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

খেলা

ভালো খেলেও পারল না বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৫
ভালো খেলেও পারল না বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপের বাছাইপর্বে মাঠে নামার আগে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের প্রথমে লিড নিলেও আতিথ্য নেওয়া সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলের পরাজয় মেনে নেয় মামুনুল বাহিনী।



শনিবার (৩০ মে) বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হয় বিকেল ৪টায়। প্রায় ২৮ বছর পর আবারো বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে খেলতে নামে সিঙ্গাপুর। ম্যাচের প্রথমার্ধে নাসিরের গোলে স্বাগতিকরা প্রথমে লিড নিলেও সমতায় ফিরে বিরতিতে যায় সিঙ্গাপুর।

লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা শুরুর একাদশে ৪-৪-২ ফরমেশনে খেলতে থাকেন। ম্যাচের শুরুর একাদশে মাঠে নামেন মানজারুল ইসলাম হিমেল, রায়হান হাসান, নাসির উদ্দিন, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, এমিলি, হেমন্ত ভিনসেন্ট, সোহেল রানা এবং এনামুল হক।

অতিথি হিসেবে খেলতে নামা সিঙ্গাপুর কিছু বুঝে উঠার আগেই স্বাগতিকরা গোল করে বসে। গোলবারের বাঁপাশ থেকে ফ্রি-কিক থেকে পাওয়া বলে হেড করে দারুণ সূচনা এনে দেন নাসির। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে লিড নেয় বাংলাদেশ।

বঙ্গবন্ধু গোল্ডকাপের পর এই প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে  ১৯৮৬ সালে সিঙ্গাপুরের বিপক্ষে শেষবার মুখোমুখিতে ১-১ গোলে ড্র করেছিলো লাল সবুজের প্রতিনিধিরা।

undefined


ম্যাচের ১৩তম মিনিটে সিঙ্গাপুরের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা গোলরক্ষক হিমেল। এর ৫ মিনিট পর আবারো অতিথিদের হতাশ করেন তিনি।

দারুণ দুটি সেভ করেও ম্যাচের ৩১তম মিনিটে দলকে গোলের হাত থেকে রক্ষা করতে পারেন নি হিমেল। সিঙ্গাপুরের ১০ নম্বর জার্সি পরিহিত নওয়াজ হামিদ গোলবারের ডানপাশ থেকে সতীর্থের বাড়ানো বলে হেড করেন। প্রথম প্রচেষ্টায় লাফিয়ে উঠে রুখে দেন হিমেল। বল গিয়ে আঘাত করে গোলবারে। ফিরতি বলটি বাংলাদেশের ডিফেন্ডার ইয়ামিন মুন্না ক্লিয়ার করার আগেই শট করেন হামিদ। হিমেলের পায়ের ফাঁক গলে বল জড়িয়ে যায় স্বাগতিকদের জালে।

নওয়াজ হামিদের সপ্তম আন্তর্জাতিক গোলের ফলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সমতায় ফেরে সিঙ্গাপুর।

তবে, অতিথি দলটি সমতায় ফেরার আগে স্বাগতিক সমর্থকদের আবারো উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। এনামুলের গোলে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু গোললাইনের আগে বল সেভ করায় বাংলাদেশের দ্বিতীয় সাফল্যটি নষ্ট হয়।

লিড নিতে আবারো ঘুরে দাঁড়ায় মামুনুল ইসলামের দলটি। সোহেল রানার দুটি চেষ্টা নষ্ট হয়। ম্যাচের ৪২তম মিনিটে গোলবারের ডানদিক দিয়ে শট নিলে সোহেল রানার শটটি বাইরে বেড়িয়ে যায়।

ম্যাচের প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ-সিঙ্গাপুর।

undefined


বিরতির পর সোহেল রানার বদলি হিসেবে লোডভিক ডি ক্রুইফ মাঠে নামান জুয়েল রানাকে। চলতি মৌসুমে দারুণ খেলতে থাকা জুয়েল রানাকে নামানোর দশ মিনিট পর রায়হানকেও তুলে নেন স্বাগতিক কোচ। দলের শক্তি বাড়াতে রায়হানের বদলি হিসেবে মাঠে নামেন নাসিরুল ইসলাম।

ম্যাচের ৬২ মিনিটের মাথায় গোলবারের বামপাশ দিয়ে চমৎকার ভাবে বল বাড়িয়ে দেন হেমন্তকে। ডিফেন্সের ফাঁক গলে গোলরক্ষককে একা পেয়ে জোরালো শট নেন হেমন্ত। তবে, সিঙ্গাপুরের গোলরক্ষক আবদুল্লাহ সানি প্রস্তুত ছিলেন। হেমন্তের জোরালো শটটি পা দিয়ে রুখে দেন তিনি।

খেলার ৭২ মিনিটের মাথায় এগিয়ে যায় সিঙ্গাপুর। গোলবারের বাইরে থেকে প্রতিপক্ষের ফুটবলারের শক্তিশালী একটি শট হিমেল রুখে দেন। তবে, সেভ করলেও হিমেল একই ভুল করে বলের নিয়ন্ত্রণ না নিলে ফিরতি বল পান ১৯ নম্বর জার্সি পরিহিত খাইরুল আমিরি। ফিরতি বলে আবারো শট নিয়ে বাংলাদেশের জালে বল জড়িয়ে যায়। ফলে, ২-১ গোলের লিড নেয় অতিথিরা।

ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে সিঙ্গাপুরের ডি-বক্সের অল্প বাইরে বাংলাদেশের খেলোয়াড়কে ফাউল করা হলে রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজান। স্বাগিতকদের নেওয়া শটটি বাধা পায় সিঙ্গাপুরের ডিফেন্সে। ফলে, এ ক্ষেত্রেও গোল বঞ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আতিথ্য নেওয়া সিঙ্গাপুর।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।