ইবি: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০১৫ এ চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় জাতীয় বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।
এর আগে শুক্রবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে তৃতীয় স্থান নির্ধারনী খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৬-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করে।
এদিকে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সব শেষে বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় এবারের আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল আসর।
শনিবার সকাল ১১টায় প্রথমে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী বীরেন শিকদার। এসময় সেখানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস ও প্রানী সম্পদ প্রতি মন্ত্রী আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার এবং উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান।
উদ্বোধন শেষে বেলা সাড়ে ১১টায় শুরু হয় প্রতিযোগিতার ফাইনাল খেলা। এসময় মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুপুর দেড়টা থেকে পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার বিখ্যাত বাউল ও লালন শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার (এমপি) ক্রীড়া অঙ্গনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্জনের প্রশংসা করে বলেন,‘ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া নৈপুণ্যে বিমোহিত। ’
এসময় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পুর্ণাঙ্গ স্টেডিয়াম ও একটি সুইমিং পুল স্থাপনের ঘোষণা দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আধুনিক সরঞ্জামাদি দেয়ার ঘোষণা দেন।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইবি উপ উপাচার্য ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আব্দুল হাই এবং ইবি উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।
সব শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি, জাতীয় বিশ্ববিদ্যালয়কে রানার্সআপ ট্রফি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তৃতীয় স্থান অর্জনের ট্রফি প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৩০ মে ২০১৫
এমআর