ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

বুরুশিয়াকে হারিয়ে ডিএফবি-পোকাল জিতলো উলফসবার্গ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
বুরুশিয়াকে হারিয়ে ডিএফবি-পোকাল জিতলো উলফসবার্গ ছবি: সংগৃহীত

ঢাকা: বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে জার্মান ঘরোয়া লিগের দ্বিতীয় সেরা শিরোপা ডিএফবি-পোকালের ট্রফি জিতলো উলফসবার্গ। অলিম্পিয়াস্তাদিন বার্লিনে ম্যাচের শুরুতেই বুরুশিয়া লিড নিলেও লুইজ গুস্তাভো, ডি ব্রুইন ও বাস ডোস্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উলফসবার্গ।



গতরাতে ম্যাচের পাঁচ মিনিটেই শিনজি কাগওয়ার সহায়তায় বুরুশিয়ার হয়ে লিড এনে দেন পিরে-এমিরিক আয়ুবামেয়াং। তবে এই একটি গোলেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।

ম্যাচের ২২ মিনিটে প্রায় একক দক্ষতায় উলফসবার্গের হয়ে সমতা সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা গুস্তাভো। আর প্রথম গোলের ১১ মিনিট পরে ড্যানিয়েল ক্যালিগিয়ুরির পাস থেকে দলের লিড ২-১ এ নিয়ে যান ডি ব্রুইন।

একের পর এক আক্রমণ করতে থাকা উলফসবার্গের বিরতির আগে খেলার ৩৮ মিনিটে ম্যাচের জয় নিশ্চিত করা গোলটি আসে। স্ট্যালভ্যান প্যারিসিকের অ্যাসিস্টে থেকে দারুণ একটি গোল করে দলের লিড ৩-১ এ নিয়ে যান ডোস্ত।

বিরতির পর বুরুশিয়া ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালালেও তা থেকে গোল আদায় করতে না পারায় শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জারগেন ক্লোপের শিষ্যরা। বুরুশিয়ার হয়ে কোচ হিসেবে এটিই ক্লোপের শেষ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।