ঢাকা: আগামী ৫-৮ জুন জাপানের কিতাকিইউশুতে বসছে ‘৪৯তম এএফবিএফ এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০১৫’-এর আসর। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশ শরীর গঠন ফেডাবেশন হতে বডিবিল্ডিং টিম যাচ্ছে জাপানে।
বাংলাদেশ দলের পক্ষে জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী ৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। তারা হলেন- মো. রফিকুল ইসলাম (৮০ কেজি), মো. আবু সাঈদ রানা (৭৫ কেজি), মো. মাহসুদুর রহমান (মাস্টার ক্যাটাগরি) এবং দলনেতা হিসেবে অংশ নিচ্ছেন ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।
এশিয়ান বলিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০১৫ সম্পর্কে বিস্তারিত জানাতে রোববার (৩১ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় এফ.এম. ইকবাল বিন আনোয়ার বলেন, ‘আমরা জাপানে অনুষ্ঠিত ৪৯তম এএফবিএএফ এশিয়ান বলিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০১৫ তে অংশ নিতে যাচ্ছি। আশা করছি আমাদের সুনাম অক্ষুন্ন রাখতে পারব। টুর্নামেন্টে এশিয়ার বেশ কিছু ভালো দল অংশ নেবে। এর আগে বাংলাদেশ বডিবিল্ডিং দল অন্যান্য প্রতিযোগিতায় বেশ ভালো করেছে। যেহেতু আমরা অংশ নিচ্ছি সেহেতু একটা ফল আশা করছি। ’
উল্লেখ্য, এবারের এই ৪৯তম এএফবিএফ এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে চীন, জাপান, হংকং, কুয়েত, সৌদি আরব, ইরাক, ওমান, ইউএই, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, কোরিয়া ও ফিলিস্তিনসহ ৩৩টি দেশ।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এমআর