ঢাকা: কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার হয়ে মাঠে নেমেই গ্যালারিতে থাকা দর্শকদের দৃষ্টি কাড়েন দানি আলভেজ। অবশ্য ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিন্নধর্মী নতুন চুলের স্টাইল বা হেয়ার কাট জনপ্রিয় না হলেও উপহাসের মাত্রা ছাড়িয়েছে।
ন্যু ক্যাম্পে লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে বার্সা। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেই ট্রেবল জয়ের উল্লাসে মাতবে লা লিগা চ্যাম্পিয়নরা।
টুইটারে অনেকেই একই ফ্রেমে আলভেজের সঙ্গে কার্টুন ছবি পোস্ট করেন। সবাই তাকে রীতিমত ব্যঙ্গ করতে মেতে উঠে। তার নতুন চুলের স্টাইল সম্বলিত ছবির নিচে ‘ইটজেল’ নামের একজন লেখেন, ‘হোয়াই দানি আলভেজ হোয়াই। ’ তিনি যেন এটি কোনোভাবেই মেনে নিতে পারেন নি।
রোলি নামের আরেকজন লেখেন, ‘দানি আলভেজ পিছিয়ে গেছে। এখন সে নিজেকে বৃদ্ধ মনে করছে। ’ কেউ কেউ এই রাইট ব্যাকের চুলের স্টাইলের আদলে ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেন। আজিজ নামের একজন উল্লেখ করেন, ‘বার্সা হেরে গেলে তার জন্য আমি আলভেজের চুলের স্টাইলকে দায়ী করতাম। ’ অন্য একজন নতুন এই হেয়ার কাটকে উদ্ধৃত করে বলেন, ‘তুমি আজ কি চাও দানি। ’
যাই হোক, আলভেজের নতুন চুলের স্টাইল খেলায় কোনো প্রভাব ফেলেনি। সবকিছুই ছিল স্বাভাবিক। কাতালানরা দাপটের সঙ্গেই ম্যাচ জিতে নেয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘন্টা, মে ৩১, ২০১৫
আরএম