ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ট্রেবল জয়ের ম্যাচে অনিশ্চিত ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
ট্রেবল জয়ের ম্যাচে অনিশ্চিত ইনিয়েস্তা

ঢাকা: কোপা দেল রের ফাইনালে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন আন্দ্রেস ইনিয়েস্তা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার এই তারকা মিডফিল্ডার খেলতে পারবেন কিনা তা নিয়েই এখন সংশয় চলছে।



ন্যু ক্যাম্পে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের ৫৬ মিনিটে কাল্ফ ইনজুরির কারণে মাঠ ছাড়েন ইনিয়েস্তা। তখনই তাকে ঘিরে দুশ্চিন্তা ও ‍শঙ্কা তৈরি হয়। বদলি খেলোয়াড় হিসেবে ঘরের মাঠে শেষবারের মতো নামেন জাভি হার্নান্দেজ। এ মৌসুম শেষেই কাতারের আল সাদ ক্লাবে যোগ দেবেন এ কিংবদন্তি মিডফিল্ডার।

পরবর্তী ম্যাচে ইনিয়েস্তার খেলার ব্যাপারে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বার্সা কোচ লুইস এনরিক বলেন, ‘ইনজুরির কারণে ইনিয়েস্তা কিছুটা অস্বস্তিতে ভুগছে। কিন্তু, তাকে এখনো ডাক্তারের শরণাপন্ন হতে হয়নি। ম্যাচ শেষে দলের হয়ে সে লাফালাফি করে শিরোপা উদযাপন করেছে। আশা করছি, বার্লিনের ফাইনালের আগেই সে পুরোপুরি সেরে উঠবে। ’

উল্লেখ্য, ০৬ জুন (শনিবার) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সা। খেলা শুরু হবে দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘন্টা, মে ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।