ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

রাজীবের অষ্টম স্থান লাভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
রাজীবের অষ্টম স্থান লাভ

ঢাকা: ভারতের উড়িষ্যা রাজ্যের ভূবনেশ্বর শহরে অনুষ্ঠিত অষ্টম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের এলিট ক্যাটাগরিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব অষ্টম স্থান লাভ করেছেন।

রাজিব ১০ খেলায় ৭ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানের জন্য টাই করে অষ্টম হন।

রোববার (৩১ মে) দশম ও শেষ রাউন্ডের খেলায় রাজীব ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হয়াকে পরাজিত করেন।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ১৮তম, পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল-রাকিব ৬১তম ও জনতা ব্যাংকের ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ৭৮তম অর্জন করেছেন।

শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের রাজেশ ভি এ ভি-কে ও মাহফুজ ভারতের নিলেশ সাহাকে পরাজিত করেন এবং রাকিব ভারতের মুতাইয়া আলের সাথে ড্র করেন। ভারতের গ্র্যান্ড মাস্টার সন্দিপন চান্দা ৮ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ১২টি দেশের ২৩ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ২৪ জন আন্তর্জাতিক মাস্টার এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।