ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ১, ২০১৫
কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। নারী ডাবলসে মার্টিনা হিঙ্গিসকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে উঠতে খুব একটা বেগ পেতে হয়নি সানিয়াকে।



টুর্নামেন্টের প্রথম থেকেই ভালো খেলে আসা সানিয়া-হিঙ্গিস সরাসরি সেটে জয় পেয়েছেন। ইতালিয়ান জুটি কারিন ন্যাপ এবং রবার্তো ভিঞ্চিকে হারিয়েছে সানিয়া জুটি। ক্লে-কোর্টের গ্রান্ডস্ল্যাম টুর্নামেন্টে ৬-১, ৬-৪ সেটে জয় পান সানিয়া-হিঙ্গিস জুটি।

ম্যাচ জয়ের পর সানিয়া তার পার্টনার হিঙ্গিস প্রসঙ্গে বলেন, এটা অস্বীকার করার উপায় নেই, হিঙ্গিস টেনিস কোর্টে অসাধারণ একজন খেলোয়াড়। গ্রেট একজন খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।