ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপ জিতবে বার্সেলোনা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুন ১, ২০১৫
বিশ্বকাপ জিতবে বার্সেলোনা! ছবি: সংগৃহীত

ঢাকা: ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল জিতলেই এ মৌসুমে ঐতিহাসিক ট্রেবল শিরোপা ঘরে তুলবে। আর ইউরোপ সেরার এই লড়াইকে বিশ্বকাপের সঙ্গে তুলনা করে সাবেক গ্রেট ফুটবলার মার্কো ভ্যান বাস্তেন জানিয়েছেন কাতালানরা বিশ্বকাপ জিতবে।



চ্যাম্পিয়নস লিগই সেরা লড়াই জানিয়ে বাস্তেন বলেন, ‘বিশ্বের সেরা সব ফুটবলাররাই ইউরোপে খেলতে আসছে। এ আসরের সেমিফাইনালে তা দেখেছে পুরো বিশ্ব। ’

তিনবারের ব্যালন ডি’অর জয়ী বাস্তেন তার সময় ছিলেন সেরা গোল স্কোরার। জাতীয় দল নেদারল্যান্ডসের হয়ে খেলা এ তারকা দেশের হয়ে জিতেছেন ৮৮টি ইউরো ম্যাচ। আর এসি মিলানের হয়ে গুলিট, রাইকার্ড, বারেসি, দোনাদোনি ও মালদিনির মত তারকাদের সঙ্গে নিয়ে জিতেছেন দু’বার (১৯৮৯ ও ১৯৯০) ইউরোপিয়ান কাপ।

এক সাক্ষাতকারে বাস্তেন বলেন, ‘দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়নস লিগ ফুটবলকে আরো সুন্দর করে তুলেছে। এখানে প্রচুর গোল হয়, আর প্রত্যেকটি দলই আক্রমণাত্বক খেলে। বার্সেলোনাই গত ১০ বছর ধরে এই প্রথাটি চালু করেছে। ফুটবলের উন্নয়নের জন্য এটা সেরা একটা দিক। ’

বাস্তেনের মতে সেরা ক্লাবগুলো অনেক বেশি ভালো, আন্তর্জাতিক দলগুলো থেকে।

তিনি আরো বলেন, ‘আমাদের সময় ইতালির সেরা রক্ষণাত্বক দল ছিল মিলান। সেই সঙ্গে স্ট্রাইকার ও মিডফিল্ডও ছিল শক্তিশালী। যা তখনকার ডাচ দল বা বিশ্বকাপ জয়ী জার্মান দলের থেকেও ভালো ছিল। ’

তবে ২০১০ বিশ্বকাপ ও টানা দুটি ইউরো জেতা স্পেন জাতীয় দলকে বেশ সমীহ করেন বাস্তেন। আর গত এক দশক ধরে ক্লাব ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া বার্সাকেই সবার ওপরে রেখেছেন তিনি। তার মতে কাতালানদের চ্যাম্পিয়নস লিগ জয় দলটিকে বিশ্বকাপের মর্যাদা এনে দেবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।