ঢাকা: আগামী ১১ জনু থেকে শুরু হচ্ছে ৪৪তম কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় এ আসরটি এবারে আয়োজন করছে চিলি।
১১ জুনের প্রথম খেলায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে চিলি। আগের ঘোষিত ৩০ সদস্যের দল থেকে বাদ পড়েছেন হোসে পেদ্রো ফুয়েনজালিদা, রদ্রিগো মিলার, মার্ক গঞ্জালেজ ও জুনিয়র ফার্নান্দেজ।
এখন পর্যন্ত এ আসরে কোন শিরোপা জিততে না পারা চিলি আগামী শুক্রবার ভিনা দেল মারেতে এল সালভাদরের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।
গ্রুপ ‘এ’তে থাকা চিলি প্রথম পর্বের খেলায় ইকুয়েডর ছাড়াও মেক্সিকো ও বলিভিয়ার বিপক্ষে খেলবে।
২৩ সদস্যের চূড়ান্ত চিলি স্কোয়াড:
গোলরক্ষক: ক্লদিও ব্রাভো, পাওলো গারসিস ও জনি হেরেরা।
ডিফেন্ডার: মিকো আলবর্নোজ, মাউরিসিও ইসলা, গঞ্জালো জারা, গ্যারে ম্যাডেল, ইউজিনিও মেনা ও হোসে রোজাস।
মিডফিল্ডার: চার্লস আরানগুইজি, জেন বেয়াউসিজোর, কার্লোস কারমোনা, মার্সেলো দিয়াজ, মাতিয়াস ফার্নান্দেজ, ফিলিপ গুতিরেজ, আরতুরো ভিদাল, ডেভিড পিজারো ও জর্জ ভালদিভিয়া।
স্ট্রাইকার: অ্যালেক্সিস সানচেজ, ইডুয়ারডো ভারগাস, অ্যাঞ্জেলো হ্যানরিকুয়েজ, মাউরিসিও পিনিলা ও এডসন পুছ।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএমএস