ঢাকা: ২০১৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়পশিপের শিরোপা জিতে নেয় যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ফুটবল দল। অনেকটা চমক দেখিয়ে সেবার শিরোপার স্বাদ নেয় 'দ্য লায়ন্স অফ খোরাসান' খ্যাত আফগানরা।
একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে জার্মান নাগরিক স্লাভেন স্কেলেজিচ দলটির দ্বায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে আফগান দলটিতে জার্মানির লিগে খেলা ১০ ফুটবলার রয়েছেন। এছাড়া হল্যান্ড, সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, থাইল্যান্ডসহ ভারতের লিগে খেলা খেলোয়াড়ও আছেন। তাই বোঝাই যাচ্ছে, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বেশ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
তবে মজার তথ্য, এখনও বাংলাদেশের বিপক্ষে জয়ের রেকর্ড নেই আফগানদের। তাই এক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে থাকবে মামুমুল-এনামুলরা। এ পর্যন্ত জাতীয় ও অনূর্ধ্ব পর্যায়ে চারবার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে দুটি ম্যাচ ড্র ও দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে জাতীয় দলের বিপক্ষে গোলশুন্য ড্র, একই বছর সাফে জাতীয় দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করে দলটি।
তবে ২০১০ সালে ঢাকা এসএ গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৪-০ গোলে পরাজিত করে আফগানদের। আর ২০১৪ ইনচনে এশিয়ার গেমমে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ গোলে পরাজিত হয় তারা।
উল্লেখ্য, ফিফা ৠাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান ১৩৫ আর বাংলাদেশের অবস্থান ১৬৯।
সোমবার (০১ জুন) বাফুফে ভবনে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান কোচ স্লাভেন স্কেলেজিচ বলেন, 'বাংলাদেশ ভালো দল। তবে আমরাও প্রস্তুত। আমরা আফগানিস্তানে দুটি অনুশীলন পর্ব শেষ করে এসেছি। দলে অনেকেই নতুন খেলোয়াড়। তবে আমাদের মাঝে বেশ ভালো সমন্বয় আছে। ম্যাচে আমরা জয়ের জন্য লড়বো। '
আর আফগান অধিনায়ক জালাল উদ্দিন বলেন, 'আমরা খুবই সিরিয়াস প্রীতি ম্যাচটি নিয়ে। আমরা বাংলাদেশের বিপক্ষে জয় চাই। আর ফুটবলে সবই সম্ভব। '
ওদিকে আফগানদের শক্তিশালী মানছে বাংলাদেশ দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমার দৃষ্টিতে আফগান দলটি সিঙ্গাপুরের থেকে বেশ শক্তিশালী। এ ম্যাচটি আমাদের জন্য পয়েন্ট এনে না দিলেও গুরুত্বপূর্ন। '
তবে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তিনি বলেন, ' আফগানিস্তান ভালো দল। তবে এ পর্যন্ত আফগানদের আমাদের বিপক্ষে জয়ের কোন রেকর্ড নেই। তাই আমরা জয়ের ধারা ধরে রাখতে চাই। '
প্রথম প্রস্তুতি ম্যাচে সিঙ্গাপুরের কাছে পরাজিত হয়েছে বাংলাদেশ দল। তারুণ্য নির্ভর আফগানদের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (০২ জুন) বিকেল চারটায় মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০১ জুন ২০১৫
ইয়া/এমআর