ঢাকা: কার্লোস আনচেলত্তিকে বহিষ্কার করার পর রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দ হিসেবে নাপোলি কোচ রাফায়েল বেনিতেজকে বেছে নেয়া হয়। আর বিশ্বের সবচেয়ে দামী ক্লাবে যাওয়ার বিষয়টি নিয়ে চুপ থাকতে না পারা বেনিতেজ বলেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না।
সোমবার (০১ জুন) সকালেই স্প্যানিশ জায়ান্ট দলটির পক্ষ থেকে বেনিতেজের কোচ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করা হয়। রিয়ালের ব্যক্তিগত বিমানে চড়ে বেনিতেজ স্থানীয় সময় ১২:৩০ মিনিটে মাদ্রিদে পৌঁছাবেন। অফিসিয়ালি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবার আগে তিনি সংবাদ সম্মেলনে যোগ দেবেন।
এক সাক্ষাতকারে বেনিতেজ বলেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত। আমি এখানে আর অপেক্ষা করতে পারছি না। ’
এদিকে গত রাতে ইতালিয়ান ক্লাব নাপোলি বেনিতেজের অধীনে সর্বশেষ ম্যাচ খেলেছে। যেখানে ঘরের মাঠে ল্যাজিওর বিপক্ষে হেরে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও অংশগ্রহনের সুযোগ হারিয়েছে দলটি।
বেনিতেজ ২০১৩ সালে নাপোলিতে কোচ হিসেবে যোগ দেন। কোচ হিসেবে তার দ্বিতীয় মৌসুমে নাপোলি কোপা ইতালিয়া ও লিগে তৃতীয় হয়ে শেষ করেছিল।
রিয়ালের ‘বি’ দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা বেনিতেজ লিভারপুল, ইন্টার মিলান ও চেলসির মত বড় দলগুলোতে কোচিং করিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএমএস