ঢাকা: মহিলা হ্যান্ডবল লিগ-২০১৫ এর খেলা চলছে। সোমবার (০১ জুন) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে ঢাকা মেরিনার, আর এন স্পোর্টস হোম ও আরামবাগ ক্রীড়া সংঘ।
দুপুর ১২টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৫৮-৬ গোলে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ২৯-৪ গোলে এগিয়ে ছিল। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের পক্ষে শীউলী ৯টি গোল, প্রীতি, গুরমেইল ও খালেদা ৮টি করে গোল করেন।
দুপুর ১টা ৩০মিনিটে অনুষ্ঠিত খেলায় আর এন স্পোর্টস হোম ১৭-১০ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ৭-৪ গোলে এগিয়ে ছিল। আর এন স্পোর্টস হোম-এর পক্ষে হাজরিতা ৫টি, রেখা ও সাহিদা ৩টি করে গোল করেন। মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার-এর পক্ষে শিপ্রা রায় ৬টি গোল করেন।
দুপুর ৩টায় অনুষ্ঠিত খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ৩৩-১৩ গোলে ভিকারুননিসা স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৪-৬ গোলে এগিয়ে ছিল। আরামবাগ ক্রীড়া সংঘ-এর পক্ষে হ্যাপী ১৮টি ও বিলকিস ৯টি গোল করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ০১ জুন ২০১৫
ইয়া/এমআর