ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মারের জয়ের দিনে শারাপোভার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জুন ১, ২০১৫
মারের জয়ের দিনে শারাপোভার বিদায় অ্যান্ডি মারে ও মারিয়া শারাপোভা

ঢাকা: ফ্রেঞ্চ ওপেন টেনিসের পুরুষ এককে জয় পেয়েছেন অ্যান্ডি মারে। প্যারিসের রোঁলা গারোর সেটে জার্মেই চার্দির বিপক্ষে চার সেট খেলেই সেরা আটে পৌঁছে যান এই স্কটিশ।

এদিকে মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন মারিয়া শারাপোভা। চুতর্থ রাউন্ডের এ খেলায় তিনি লুসি সাফারোভার কাছে প্রথম দুই সেট হেরে আসর থেকে বিদায় নেন।

এদিন টেনিসের তিন নম্বর তারকা মারে প্রথম সেটটি ৬-৪ এ জিতে নেন। তবে পরের সেটটিতে চার্দি ৩-৬ গেমে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু ব্রিটিশ তারকা মারে পরের দুটি সেটে ৬-৩ ও ৬-২ গেমে সহজে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।

এদিকে চেক তারকা সাফারোভার সঙ্গে প্রথম সেটটি দারুণ প্রতিদ্বন্দ্বীতায় জমিয়ে তোলেন শারাপোভা। তবে ৭-৬ সেটটি শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়ালে রাশিয়ান এ সুন্দরী ৭/৩ ব্যবধানে হারেন। এ টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শারাপোভা দ্বিতীয় সেটে ৬-৪ এ হেরে আসর থেকে বিদায় নেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।