ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান থেকে ৩ পয়েন্ট পিছিয়ে শেখ রাসেল। শিরোপার লক্ষ্য নিয়ে লিগ শুরু করা রাসেল দ্বিতীয় পর্বের আগেই কোচ বদলের সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ২৪ মে শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে বরখাস্ত করা হয় বাংলাদেশর ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ মারুফুল হককে। এবার তিনি নতুন করে গাটছাট বাঁধলেন তার সাবেক দল শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে। তার হাত ধরেই ২০১২-২০১৩ মৌসুমে ট্রেবল শিরোপার স্বাদ পায় শেখ রাসেল।
শেখ রাসেলের ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী হেলাল জানালেন, ‘প্রথম লেগ শেষে আমরা মোটেও খুশি নই। ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে একমত। ফলে মারুফুল হককে শেখ রাসেলের দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস তার অধীনে রাসেল আরও ভাল করবে এবং শীর্ষস্থানে উঠে আসবে। ’
মারুফুল এই মৌসুমে শেখ জামালের কোচ হিসেবে ছিলেন। লিগেরে প্রথম পর্ব শেষে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। শেখ রাসেলকে নিয়েও বেশ আশাবাদী এ কোচ। এ সম্পর্কে মারুফুল হক বলেন, ‘শেখ রাসেলের শিরোপা জেতার মত খেলোয়াড়ের অভাব নেই। এ মুহূর্তে আমরা তিন পয়েন্ট পিছিয়ে আছি। এই ব্যবধান কমিয়ে আনা অসম্ভব হবে না। আমি খুবই আশাবাদী শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করানোর বিষয়ে। ’
শেখ রাসেলের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ জানিয়েছেন, ‘আমরা দীর্ঘমেয়াদে শেখ মারুফুল হককে রাখতে চাই। প্রিমিয়ার লিগে এ ক্লাবের এগিয়ে যাওয়ার পেছনে তার অবদান অনেক। তাই যতদিন সম্ভব আমরা তাকে ধরে রাখতে চাই। ’
এদিকে দলে যুক্ত হচ্ছেন নতুন দুই খেলোয়াড়। মধ্যবর্তী দলবদলে ক্যামেরুন ও সার্বিয়ার দুই স্ট্রাইকার খেলবে শেখ রাসেলের হয়ে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ০১ জুন ২০১৫
ইয়া/এমআর