ঢাকা: ফ্রেঞ্চ ওপেনে প্রথম কোন টেনিস তারকা হিসেবে রেকর্ড ৭০তম জয় পেয়েছেন রাফায়েল নাদাল। চতুর্থ রাউন্ডে তিনি জ্যাক শককে ৬-৩, ৬-১, ৫-৭ ও ৬-২ সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন।
তবে এ জয় পেলেও কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ এ তারকাকে লড়তে হবে পুরুষ এককের শীর্ষ তারকা নোভাক জোকোভিচের বিপক্ষে।
টেনিসের ষষ্ঠ বাছাই নাদাল এদিন প্রথম সেটে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকেও পরে রেকর্ড ১১-০ ব্যবধানে টানা জয় পান। এ টুর্নামেন্টে জিতলে নাদাল রেকর্ড দশম বারের মত ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ঘরে তুলবেন। তবে ক্লে-কোটের রাজাকে কোয়ার্টার ফাইনালে জোকোভিচের মত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে।
সার্বিয়ান তারকা জোকোভিচ এর আগে রির্চাড গ্যাসকুয়েটকে ৬-১, ৬-২ ও ৬-৩ সেটে সরাসরি হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস