ঢাকা: যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্কের টানাপোড়ন বেশ পুরোনো। আমেরিকানদের আগ্রাসনকে সব সময়ই সমালোচনা করেন কিউবান নেতারা।
গত ছয় মাস আগে দু’দেশের কুটনৈতিক সম্পর্ক বাড়াতে বারাক ওবামা ও কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এ ফুটবল ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। আর ৫০ বছরের মধ্যে প্রথম কোন দল হিসেবে মেজর সকার লিগের নিউইয়র্ক কসমস কিউবায় পাড়ি দিল।
কসমসের অফিসিয়াল থেকে এ ব্যাপারে জানানো হয়, দু’দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কিউবা জাতীয় দলের সঙ্গে আমরা একটি ম্যাচ খেলবো। এটি দেশ দুটির কুটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকার রাখবে।
এদিকে ১৯৭৫ থেকে ৭৭ সাল পর্যন্ত কসমসের হয়ে খেলা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এ ম্যাচ দেখতে ইতোমধ্যে কিউবায় পৌঁছেছেন। আজ রাতের অনুষ্ঠিত এ ম্যাচে কসমসের হয়ে মাঠে দেখা যাবে সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদের গ্রেট ফুটবলার রাউল গঞ্জালেসকে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস/