ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

শত্রুতা ঘোচানোর ম্যাচ দেখতে কিউবায় পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ২, ২০১৫
শত্রুতা ঘোচানোর ম্যাচ দেখতে কিউবায় পেলে ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সম্পর্কের টানাপোড়ন বেশ পুরোনো। আমেরিকানদের আগ্রাসনকে সব সময়ই সমালোচনা করেন কিউবান নেতারা।

তবে দীর্ঘ ৫০ বছর পর দু’দেশের মধ্যকার একটি ফুটবল ম্যাচের আয়োজনের মধ্যে দিয়ে এই শত্রুতা শেষ হচ্ছে।

গত ছয় মাস আগে দু’দেশের কুটনৈতিক সম্পর্ক বাড়াতে বারাক ওবামা ও কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এ ফুটবল ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। আর ৫০ বছরের মধ্যে প্রথম কোন দল হিসেবে মেজর সকার লিগের নিউইয়র্ক কসমস কিউবায় পাড়ি দিল।

কসমসের অফিসিয়াল থেকে এ ব্যাপারে জানানো হয়, দু’দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কিউবা জাতীয় দলের সঙ্গে আমরা একটি ম্যাচ খেলবো। এটি দেশ দুটির কুটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকার রাখবে।

এদিকে ১৯৭৫ থেকে ৭৭ সাল পর্যন্ত কসমসের হয়ে খেলা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এ ম্যাচ দেখতে ইতোমধ্যে কিউবায় পৌঁছেছেন। আজ রাতের অনুষ্ঠিত এ ম্যাচে কসমসের হয়ে মাঠে দেখা যাবে সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদের গ্রেট ফুটবলার রাউল গঞ্জালেসকে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।