ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে নেই দুই মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে নেই দুই মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একসময় আধিপত্য বিস্তার করা ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের বর্তমানে শুধুমাত্র নামটিই রয়েছে। গ্রেট ফুটবল দল দুটি সময়ের পরিক্রমায় হারিয়েছে নিজেদের খ্যাতি।

আর সর্বশেষ সেরা দুটি ক্লাব ২০১৬ চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের জায়গা করে নিতে পারেনি।

সর্বোচ্চ ১০বার ইউরোপ সেরার খেতাব জেতা রিয়াল মাদ্রিদের পরই সাতবার জিতে দ্বিতীয় অবস্থানে আছে এসি মিলান। আর মাত্র বছর পাঁচেক আগেই এ আসরের শিরোপা ঘরে তুলেছিল ইন্টার।

আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে এসি মিলান ও ইন্টার মিলানের ঘরের মাঠ সান সিরোতে। তবে দল দুটির কপাল এতোই খারাপ যে ৬০ বছরের ইতিহাসে প্রথমবার এ আসরের গ্রুপ পর্বে জায়গা করে নিতে পারেনি। সেই সঙ্গে ইউরোপের দ্বিতীয় সেরা আসর ইউরোপা লিগেও স্থান হয়নি তাদের।

নিয়ম অনুযায়ী ইতালিয়ান ঘরোয়া লিগে (সিরিআ) প্রথম তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। আর পরের তিনটি দল ইউরোপা লিগে খেলে। তবে এসি মিলান এবার লিগে ১০ম হয়ে তাদের মৌসুম শেষ করেছে। অন্যদিকে ইন্টার অষ্টম হয়ে সিরিআ মৌসুম শেষ করে।

সিরিআ লিগে এবারে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। নিজেদের ৩৮ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে টানা চতুর্থবারের মত শিরোপা ঘরে তোলে দলটি। ট্রেবল জয়ের আশা নিয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভিরা লড়বে বার্সেলোনার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।