ঢাকা: ফরাসি জায়ান্ট দল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) দুই ব্রাজিলিয়ান থিয়েগো সিলভা এবং ডেভিড লুইজ দলে চাইছেন আরেক আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়াকে। নতুন মৌসুম থেকেই ডি মারিয়াকে পিএসজিতে দেখতে চান দুই ব্রাজিল তারকা।
সদ্য সমাপ্ত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নাম লেখান ডি মারিয়া। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানইউতে তেমন একটা সুবিধা করতে পারেন নি মারিয়া। ফলে, বাতাসে গুঞ্জন উঠেছে দল পরিবর্তনের। আর সে সুযোগটি লুফে নিতে আগ্রহী পিএসজি।
ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়েগো সিলভা আর্জেন্টাইন তারকা ডি মারিয়া প্রসঙ্গে বলেন, ওল্ডট্রাফোর্ড ছেড়ে ডি মারিয়ার ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে নাম লেখানো উচিৎ।
সিলভা আরও বলেন, গত মৌসুমে ডি মারিয়াকে ছাড়া রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতো না। আমি মনে করি সে মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকেও ভালো খেলেছে ডি মারিয়া। ফাইনালে সে অসাধারণ খেলেছে।
ব্রাজিলের আরেক তারকা ডিফেন্ডার চেলসির সাবেক ফুটবলার ডেভিড লুইজ বলেন, ডি মারিয়া যদি পিএসজিতে আসতে রাজি হয়, সেটা হবে দারুণ একটি সংবাদ। সে খেলোয়াড় হিসেবেও দারুণ।
গত মৌসুমে রিয়াল থেকে ডি মারিয়াকে ব্রিটিশ রেকর্ড ৫৯.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউ তাদের দলে ভেড়ায়।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এমআর