ঢাকা: দেশের স্বনামধন্য ব্রান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘দ্বিতীয় ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫’। আগামী ৫ ও ৬ জুন সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এ উপলক্ষে মঙ্গলবার (০২ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সাভার গলফ ক্লাবের সিইও মেজর মো. শফিকুর রহমান (অব:) ও গলফ ক্লাবের সদস্য মেজর তৌফিক।
তিনটি বিভাগে সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হল- পুরুষ, নারী ও জুনিয়র। ক্যাটাগরি হল- জেন্টস ১৮ হোল, জেন্টস ৯ হোল, ভেটেরান, সিনিয়র, সুপার সিনিয়র, লেডিস ও জুনিয়র। প্রতিযোগিতায় সর্বমোট ২৫টি পুরস্কার রয়েছে।
সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার বলেন, ‘দ্বিতীয়বারের মতো গলফের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এর আগেও আমরা ওয়ালটন প্রথম গলফ কাপ টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। আমরা চাই প্রতিটি খেলার মধ্য দিয়ে দেশের ব্র্যান্ডিং করতে। '
সাভার গলফ ক্লাবের সিইও মেজর মো. শফিকুর রহমান (অব:) বলেন, ‘এর আগে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় প্রথম গলফ কাপ টুর্নামেন্ট আয়োজন করেছিলাম। আবারও ওয়ালটন এই টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসায় তাদেরকে ধন্যবাদ জানাই। গলফ যে কোনো বয়সে খেলা যায়। টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ’
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০২ জুন ২০১৫
ইয়া/এমআর