ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ঘানার বিপক্ষে আর্জেন্টিনার হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
ঘানার বিপক্ষে আর্জেন্টিনার হার ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের মাটিতে ঘানার বিপেক্ষ হেরেছে আর্জেন্টিনা। ফিফা অনূর্দ্ধ-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না মেসি, আগুয়েরো, হিগুয়েন, ডি মারিয়াদের জুনিয়ররা।

ফলে, গ্রুপ পর্বেই বিশ্বমঞ্চ থেকে বিদায়ের সুর শুনতে পাচ্ছে আর্জেন্টাইনরা।

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে অনুষ্ঠিত এ ম্যাচে ৩-২ গোলে হারে আর্জেন্টিনা। আগের ম্যাচে পানামার বিপক্ষে ২-২ গোলের ড্র করেছিল আর্জেন্টাইন যুবারা। নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ জুন অস্টিয়ার বিপক্ষে খেলবে তারা।

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে লিড নেয় ঘানার যুবারা। ৪৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন বেঞ্জামিন ট্যাটেথ। বিরতির আগে ১-০তে এগিয়ে থেকে বিশ্রামে যায় ঘানা।

বিরতির পর ৬০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে ঘানা। দলের দ্বিতীয় গোলটি করেন ক্লিফোর্ড অ্যাবোগায়ে। নয় মিনিট পর পেনাল্টি থেকে গোল করেন ইয়ো অ্যাবোয়া। ফলে, ৩-০ তে এগিয়ে যায় ‘ব্লাকস্টার’ খ্যাত ঘানা।

তবে, ৮০ মিনিটের মাথায় জিওভানি সিমিওনের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। আর ৯০ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন উঠতি তারকা এমিলিয়ানো বুয়েনদিয়া। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ গোলের পরাজয় মেনে নেয় আর্জেন্টিনা।

ব্রাজিল ও জার্মানি তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। নাইজেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে নেইমার-অস্কার জুনিয়ররা। আর ফিজিকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান যুবারা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।