ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

সিডনির বিপক্ষে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জুন ২, ২০১৫
সিডনির বিপক্ষে চেলসির জয় ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার এএনজেড স্টেডিয়ামে সাড়ে ৮৩ হাজার দর্শকের উপস্থিতিতে নতুন মৌসুম শুরুর আগে প্রীতিম্যাচ খেলতে নেমেছিল ইংলিশ বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। হোসে মরিনহোর শিষ্যরা এ ম্যাচে স্থানীয় জায়ান্ট দল সিডনির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।



খেলার প্রথম আধাঘণ্টা ব্লুজদের আটকে রাখে স্বাগতিকরা। তবে, ম্যাচের ৩০ মিনিটের মাথায় লোইক রেমির গোলে লিড নেয় চেলসি। ফলে, ১-০ তে এগিয়ে যায় ব্লুজরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে দিয়েগো কস্তার একটি সুযোগ নষ্ট হয়। ১৩তম মিনিটের মাথায় ইডেন হ্যাজার্ডও একটি গোলের সুযোগ নষ্ট করেন। ম্যাচের প্রথমার্ধে আর কোনো গোলের দেখা না পেলে ১-০ তে এগিয়ে থেকে বিশ্রামে যায় ইংলিশ চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরে স্বাগতিক দলটি নিজেদের গুছিয়ে নিয়ে খেলতে থাকে। ম্যাচের ৪৯, ৫৭ ও ৬২ মিনিটে চেলসির জাল লক্ষ্য করে শট নেয় সিডনি। তবে, ব্লুজদের শক্ত ডিফেন্স ভেদ করে গোলের দেখা পায় নি স্বাগতিক সিডনি। উল্টো ৬৮ মিনিটে হ্যাজার্ড একটি হেড করলে এগিয়ে যাওয়ার সুযোগ পায় চেলসি। তবে, এবারও হ্যাজার্ডকে হতাশ হতে হয়।

পুরো ম্যাচে অসাধারণ খেলতে থাকা হ্যাজার্ড ম্যাচের ৭৮ মিনিটের মাথায় সিডনির গোলবার লক্ষ্য করে আবারো জোরালো শট নেন। এবারও নিরাশাই সঙ্গী হয় তার। গোলবারের পাশ দিয়ে বল মাঠের বাইরে চলে যায়।

তবে, পুরো ম্যাচে ভালো খেলেও সিডনির ডিফেন্স ভেদ করে একটির বেশি গোল আদায় করতে পারে নি হোসে মরিনহোর শিষ্যরা। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।