ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

শেষ সময়ের গোলে বাংলাদেশের সর্বনাশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ২, ২০১৫
শেষ সময়ের গোলে বাংলাদেশের সর্বনাশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৯৭৯ সালে আন্তঃমহাদেশীয় বাছাইপর্বে সর্বশেষ আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এরপর কেটে গেছে দীর্ঘ ৩৬ বছর।



মঙ্গলবার (০২ জুন) বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইপর্বের আগে আয়োজিত দ্বিতীয় প্রীতিম্যাচে দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের ইনজুরি টাইমে আফগান মিডফিল্ডার ইসমত ছানোয়ারীর গোলে সমতায় ফেরে আফগানরা (১-১)। ফলে দীর্ঘ ৩৬ বছর পরে আরেকটি জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলাদেশ ফুটবল দলের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ৪ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে মামুনুল ইসলামের ফ্রি-কিক থেকে গোল করেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি (১-০)।

ম্যাচের ৮ মিনিটে প্রথম আক্রমণে যায় আফগান শিবির। তবে তারা সুবিধা আদায় করতে পারেনি। বাংলাদেশের রক্ষণভাগ বেশ ভালো ভাবেই রুখে দেয় তাদের।

ম্যাচের ১২ মিনিটে একটি ভালো সুযোগ মিস করে বাংলাদেশের ফরোয়ার্ডরা। এ সময় জুয়েল রানার ক্রসে পা ছোঁয়ালেই গোল পেতে পারতো হেমন্ত-এনুমালরা, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর আফগানদের চেপে ধরে খেলতে থাকে বাংলাদেশ দল। দুটি কর্নার ও দুটি ফ্রি-কিক থেকে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

১৬ মিনিটে নাসিরুল ইসলাম নাসিরের একটি শক্তিশালী শট গোলবার ছুঁয়ে যায়। তবে ম্যাচের ২৬ মিনিট থেকে গুছিয়ে খেলতে শুরু করে আফগান দলটি। একাধিক আক্রমণে যায় 'দ্য লায়ন্স অফ খোরাসান' খ্যাত দলটি। ডি-বক্সের মধ্যে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।

৩২ মিনিটে আফগান মিডফিল্ডার ফয়সাল সায়েস্থির একটি শট বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করার একটি সুবর্ন সুযোগ মিস করে বাংলাদেশ। ডি-বক্সের বাম পাশ দিয়ে বাড়ানো বলটি রিসিভ করতে গিয়ে পা ফসকে পড়ে যান হেমন্ত ভিনসেন্ট।

আর ৪৪ মিনিটে জুয়েল রানার ক্রসে মাথা ছোঁয়ালেই গোল পেতে পারতেন জাহিদ হাসান এমিলি। কিন্তু তিনি ব্যর্থ হন। তাই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আফগানিস্তানের মিডফিল্ডার আনোয়ার ওমরের শক্তিশালী শট বাংলাদেশের গোলরক্ষক রাসেল মাহমুদ ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন।

৫৮ মিনিটে মামুনুল ইসলামের কর্নার কিকে মাথা ছোঁয়ায় তপু বর্মণ, কিন্তু বলটি বারের উপর দিয়ে চলে যায়। ৭৪ মিনিটে হেমন্ত ভিনসেন্টের বাড়িয়ে দেয়া বলে ডি-বক্সে থাকা মোনায়েম খান রাজু শট করেন। কিন্তু তার দুর্বল শট রুখে দেয় আফগার ডিফেন্ডাররা।

তবে ইনজুরি টাইমে আফগান মিডফিল্ডার ইসমত ছানোয়ারীর গোলে সমতায় ফেরে অতিথিরা (১-১)। নির্ধারিত সময় শেষে রেফারি মিজানুর রহমান বাঁশি বাজিয়ে জানিয়ে দেন খেলা শেষ। ফলে ১-১ গোলে ড্র করেই মাঠ ছাড়ে দুই দল।   

উল্লেখ্য, আগামী ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা উপলক্ষে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ-ফুটবল ফেডারেশন। ৩০ মে প্রথম প্রীতিম্যাচে ২-১ গোলে সিঙ্গাপুরের কাছে পরাজিত হয় মামুনুলরা।   

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ০২ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।