ঢাকা: চলমান বাংলাদেশ মহিলা হ্যান্ডবল লিগে মঙ্গলবার (০২ জুন) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বড় জয়ে পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: ৭৬-১ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে পরাজিত করে।
বিজয়ীদল প্রথমার্ধে ৩৮-১ গোলে এগিয়ে ছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর পক্ষে ডালিয়া ১১টি, সুমী ও কোহিনুর যথাক্রমে ১০ টি করে গোল করেন।
অপর ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৪৯-৮ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ২৪-৩ গোলে এগিয়ে ছিল। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের পক্ষে গুরমিল ১১টি ও সানজিতা ৯টি গোল করেন।
ওদিকে, উষা ক্রীড়া চক্র ৩৩-১০ গোলে ভিকারুননিসা স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৬-১ গোলে এগিয়ে ছিল। উষা ক্রীড়া চক্র-এর পক্ষে শিল্পী আক্তার ১৪টি, ফাল্গুনী ৯টি ও জলি খাতুন ৭টি গোল করেন এবং ভিকারুননিসা স্পোর্টস ক্লাব-এর পক্ষে ফাতেমা ৪টি ও জিম ৩টি গোল করেন।
আর এন স্পোর্টস হোম ২৩-১০ গোলে ফ্লেইম গার্লস ক্লাবকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১২-৩ গোলে এগিয়ে ছিল। আর এন স্পোর্টস হোম-এর পক্ষে শারমিন ও ময়না যথাক্রমে ৬টি করে গোল এবং ফ্লেইম গার্লস ক্লাব-এর পক্ষে নূর জাহান ৫টি ও নাজমীন ৩টি গোল করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ০২ জুন ২০১৫
ইয়া/এমআর