ঢাকা: মাঠে খেলা না থাকলেও সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রিয়াল মাদ্রিদের এ তারকা এবার সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন বাজে কারণে।
সেন্ট ট্রপেজের একটি ক্লাব থেকে ফেরার পথে রাস্তায় রাখা কিছু গাড়ির পেছনে লুকিয়ে মূত্র ত্যাগ করেন তিনি। এসময় তার এক বন্ধু পাহারা দিচ্ছিলেন।
কিন্তু, সংবাদ কর্মীদের দৃষ্টি এড়াতে পারেন নি রোনালদো। বুঝতে পেরে নিজেকে লুকাতেও চেয়েছিলেন রিয়াল তারকা। পরে রাস্তায় টহল দিতে থাকা দায়িত্বরত পুলিশ সেখানে উপস্থিত হন। পুলিশ তাকে গ্রেফতার না করলেও দ্রুত স্থান ত্যাগ করার নির্দেশ দেন।
বেশ লজ্জিত মুখেই ব্যালন ডি অর জয়ী রোনালদো এলাকা ত্যাগ করেন।
লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে বাদ পড়ে কোনোটাই জুটেনি রোনালদোর রিয়াল মাদ্রিদের। ফলে, মৌসুমের শেষে ছুটিতেই সময় কাটাচ্ছেন পর্তুগিজ এ তারকা।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর/