ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

খুলনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ৬, ২০১৫
খুলনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৩তম আন্তঃঅফিস ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ৯টায় খুলনার আউটার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) খুলনার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শফিকউদ্দিন।



বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এ ভলিবল প্রতিযোগিতার আয়োজক। প্রতিযোগিতায় খুলনাসহ দেশের মোট ৩১টি দল অংশ নেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওজোপাডিকোর খুলনার নির্বাহী পরিচালক প্রকৌশলী শিবদাস সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ সিবিএর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ওজোপাডিকোর খুলনার নির্বাহী পরিচালক (অর্থ) প্রকৌশলী রতন কুমার দেবনাথ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভলিবল উপ-পরিষদের সম্পাদক চৌধুরী ফরিদুজ্জামান।

১২ জুন বিকেল ৩টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী শাহীনুল ইসলাম খান ভলিবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।